গত কয়েকদিনের তীব্র দাবদাহ একেবারে নাজেহাল করেছে ছেড়েছে দক্ষিণবঙ্গবাসীকে। এক এক দিন তাপমাত্রার পারদ এতটাই উর্দ্ধমুখী হয়েছে যে কোনও কোনও জেলায় মৃত্যুও পর্যন্ত ঘটেছে। তবে এই আবহের মাঝে স্বস্তির বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির জন্য ইতিমধ্যেই পশ্চিম বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। ফলে ২৪ ঘন্টার মধ্যে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত সপ্তাহে শনিবার থেকে সোমবার পর্যন্ত তাপমাত্রার পারদ সর্বোচ্চ ছিল ৪১.৭ ডিগ্রির আশেপাশেই। মঙ্গলবার একলাফে যা পৌঁছায় ৪৩ ডিগ্রিতে। তবে গত বুধবার তাপমাত্রার পারদ ছিল ৪২ ডিগ্রি এবং বৃহস্পতিবার তাপমাত্রা অনেকটাই কমে যায়। এদিনের তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, শুক্রবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬ শতাংশ। আগামী সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে হাওড়া, হুগলি সহ পশ্চিমের জেলাগুলিতে বইবে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
আগামী শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। পাশাপাশি ৫ ই মে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগণা, নদিয়া ও মুর্শিদাবাদে। সেই সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি, আগামী ৭ই মে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির জেরে একধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রার পারদ এমনই মত হাওয়া অফিসের।।
অশান্ত বাংলাদেশ। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পড়শি দেশে। সেদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের ডিবি পুলিস। আর...
Read more
Discussion about this post