শুক্রবার কৃষ্ণনগরে নির্বাচনী সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ২০২৪ এর লোকসভায় তৃণমূল ও কংগ্রেসের আসন সংখ্যা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। নির্বাচনী সভায় একে একে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিশানা করেন প্রধানমন্ত্রী। নোমোর দাবি, গতবার ২০’র গণ্ডি পার করলেও এবার গোটা দেশে ১৫ টি আসনও পাবে না রাজ্যের শাসক দল। শুক্রবার কৃষ্ণনগরে ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী বলেন, “এই নির্বাচন দেশের নির্বাচন। দেশের সরকার গড়ার নির্বাচন। ফলে এখানে কাকে সরকারে বসাতে হবে তা আপনাদের ঠিক করতে হবে। তৃণমূল তো গোটা দেশে ১৫ আসনও জিতবে না। তাহলে আপনারা বলুন ওরা ১৫ আসন নিয়ে সরকার তৈরি করতে পারবে কি? কংগ্রেসও গোটা দেশে যত শক্তি দেখাক হাফ সেঞ্চুরি করতে পারবে না। তাহলে ৫০ আসনও যে পাচ্ছে না সে সরকার তৈরি করতে পারবে কি? এবার আসুন বাম মোর্চায়, একটা সময় এখানে যাদের সূর্য নিভত না, তাদের আর এখানে দেখা যাচ্ছে না। তাহলে তারা কি সরকার তৈরি করতে পারবে? এই নির্বাচনে এটা স্পষ্ট যে যদি কেউ সরকার তৈরি করতে পারে তবে সেটা বিজেপি ও এনডিএ।” মোদির সংযোজন, “আমরা সরকার গঠন করছি। তবে তর্ক এখন এই জায়গায় পৌঁছেছে যে এনডিএ ৪০০ পার করবে কি না। আমাদের একটা পক্ষ বলছে, ৪০০ থেকে কিছু কম হতে পারে, আর এক পক্ষ বলছে ৪০০ ছাপিয়ে যাবে। অন্যদিকে, ‘ইন্ডিয়া’ জোটের তর্ক চলছে বিরোধী হিসেবে সবচেয়ে বড় দল কে হবে? এরা এই জন্য নির্বাচন লড়ছে। মোদির সবচেয়ে বেশি আসন এই জন্য দরকার যাতে দেশের সব সংসদীয় আসনে সবচেয়ে বেশি উন্নয়ন হয়।”
ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির পর থেকে উত্তাল বাংলাদেশ। বেড়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচার। আলাদা করে টার্গেট হচ্ছেন ইসকনের সদস্যরা। রাজধানী...
Read more
Discussion about this post