ABHISHEK DONATION
HEADER –
ANC – উত্তরবঙ্গে সাম্প্রতিক বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যের উদ্দেশ্যে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা অর্থসাহায্য দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ভাড়ে মা ভবানী রাজ্য সরকার এবার ত্রাণ তহবিলের জন্য জনগণের কাছেই অর্থ সাহায্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল। যা নিয়ে কটাক্ষ করেছে বিরোধী দলগুলি। অন্যদিকে ডায়মন্ড হারবারের সাংসদ এক লক্ষ টাকা সাহায্য করে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ারও করেছেন। যা নিয়ে তীব্র ট্রোলের শিকার হচ্ছেন তৃণমূলের নম্বর টু।
VO – নিম্নচাপের ভয়াবহ বৃষ্টি-ভূমিধস ও হড়পা বানে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গের একাধিক জায়গা। সেখানে ত্রাণ বিলি করতে গিয়ে তৃণমূল কর্মী-সমর্খকদের হাতে শারিরীকভাবে নিগৃহিত হয়েছিলেন মালদা উত্তরের বিজেপি সংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এরমধ্যে শঙ্কর ঘোষ হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসাধীন খগেন মুর্মু। তাঁর চোখের নীচে মারাত্মক আঘাত রয়েছে, হাড়ও ভেঙেছে। ত্রাণ দিতে গিয়ে যে কেউ এভাবে আক্রান্ত হতে পারেন, সেই উদাহরণ ভারতে খুব একটা নেই। উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার ত্রাণ তহবিল খুলেছে। সংবাদপত্র এবং অন্যান্য সংবাদমাধ্যমে বিজ্ঞাপণ দিয়ে সাধারণ মানুষের কাছে অর্থ সাহায্য চেয়েছে নবান্ন। এই আবহেই রাজ্য সরকার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও প্রকাশ করেছে নবান্ন। সেই ত্রাণ তহবিলেই এবার একলক্ষ টাকা আর্থিক সাহায্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সেই তথ্য সমাজমাধ্যমে শেয়ার করে রাজ্যের মানুষকেও ‘দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ’-এর পাশে দাঁড়ানোর জন্য আবেদনও করেছেন তিনি। পাশাপাশি, তাৎপর্যপূর্ণ ভাবে সাম্প্রতিক বিপর্যয়কে ম্যান মেড বলেও দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই সোশ্যাল মিডিয়া পোস্ট সামনে আসার পরই তাঁকে ট্রোল করতে শুরু করেছেন অনেকে। বিরোধী দলগুলিও কটাক্ষ করতে ছাড়ছে না। বিজেপির বক্তব্য, এমনিতেই রাজ্য সরকারের ভাড়ে মা ভবানী। তাই তাঁরা এবার সাধারণ মানুষের থেকেই টাকা তুলতে শুরু করল। বিজেপি জনপ্রতিনিধিরা ত্রাণ বিলি করতে গিয়েই মার খেয়েছেন, তাহলে এই নাটকের মানে কি? প্রশ্ন পদ্ম শিবিরের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটা ভোটের আগে একটা পাল্টা চাল। ত্রাণ নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেটা ঢাকতেই তৎপর তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রী নিজেই দুবার উত্তরবঙ্গে ছুঁটে গেলেন। এখনও তিনি উত্তরবঙ্গে সফর করছেন। বন্যা ও ভূমিধ্বসে বিপর্যস্ত এলাকায় ঘুরে ঘুরে তিনি জনসংযোগ করছেন। অন্যদিকে এক লক্ষ টাকা অনুদান দিয়ে সেটা ফলাও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিষেক। সেই সঙ্গে তিনি এই বিপর্যয়কে ম্যান মেড বলে কেন্দ্র ও বিজেপিকেও টার্গেট করতে চেয়েছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অভিষেককেই ট্রোল হতে দেখা গেল। কেউ বলছেন, আহা রে! জীবনের সবটুকু সঞ্চয় দান করে খবরের শিরোনামে। আবার কেউ বলছেন, মোটে এক লক্ষ????? ওনার তো অন্তত ১ কোটি দেওয়া উচিত। আবার কেউ কেউ কমেন্টে লিখেছেন, ঘুরপথে এই টাকাই তৃণমূলের পকেটে ঢুকবে। অর্থাৎ, বাংলার মানুষ যে তৃণমূলের অভিসন্ধি ধরে ফেলেছে, সেটাই বোঝা যাচ্ছে এই কমেন্টগুলি দেখে।












Discussion about this post