ভেঙে পড়ল হেলিকপ্টার। ঘটনায় পাইলট সহ মৃত ৩ জন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনের অক্সফোর্ড গল্ফক্লাবের কাছে পাহাড়ি এলাকায়। মহারাষ্ট্রের পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার। ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। সর্ব ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সকালে অক্সফোর্ড গল্ফক্লাবের হেলিপ্যাড থেকে মুম্বইের উদ্দেশ্যে হেলিকপ্টারটি উড়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছোনোর আগেই এক পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে কপ্টারটি। পাইলট সহ ৩ জন হেলিকপ্টারে ছিলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রাথমিকভাবে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করা যায়। গুরুতর জখম কপ্টারের তৃতীয় সওয়ারিকে উদ্ধার করা হলেও, বাঁচানো যায়নি তাঁকেও। মৃত রা হলেন, পাইলট পরমজিৎ সিং, প্রীতম ভরদ্বাজ এবং জিকে পিল্লাই। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, পুণের আবহাওয়া খারাপ থাকার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ভোরে পুণের দিকে ঘন কুয়াশা দেখা গিয়েছিল। আর এর জেরেই মাঝ আকাশে দিকভ্রষ্ট হয়ে পড়েছিল সেই হেলিকপ্টারটি। আর তাই শেষ পর্যন্ত দুর্ঘটনার কবলে পড়তে হয়েছিল সেটিকে। জানা গিয়েছে, এনসিপি এই হেলিকপ্টারটি রাজনৈতিক কর্মসূচির জন্যে ব্যবহারের উদ্দেশে ভাড়া নিয়েছিল। এনসিপি মহারাষ্ট্র প্রদেশ সভাপতি সুনীল তৎকরেকে নিতে সেটি মুম্বই যাচ্ছিল আজ সকালে।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post