হাওয়া বদল শুরু হয়ে গেল রাজ্যে। কমল জাঁকিয়ে শীতের আমেজ। ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। সদ্য বিদায় নিয়েছে শৈত্য প্রবাহ। তাই ঠান্ডার আমেজ কিছুটা অনুভূত হচ্ছে বিভিন্ন জেলায় জেলায়। ভোরে ও সন্ধেয় হালকা শীতের আমেজ অনুভূত হলেও, বেলা বাড়লে উধাও শীত । রবিবারের পর নামবে তাপমাত্রা। বড়দিনে শীতের আমেজ ফিরবে অনেকটাই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপের অবস্থান। পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপ আরও শক্তি বাড়াবে। তবে এই নিম্নচাপের অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে। সাগরে নিম্নচাপের জেরে শুক্রবার ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ, বৃহস্পতিবার থেকেই আংশিক মেঘলা আকাশ। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। চলতি সপ্তাহেও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বজায় থাকবে।
আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। শুক্র ও শনিবার মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সামান্য হলেও তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। কলকাতার শীতে সাময়িক বাঁধা। রাতের তাপমাত্রা এক থাকলেও দিনের তাপমাত্রা আরও বাড়ল। শহরে শীতের আমেজ আরও কমবে। তবে রবিবারের পর থেকেই আবার তাপমাত্রা নামতে শুরু করবে।কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় যা আরও খানিকটা বাড়ল। আগামী দু’-তিন দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। ফলে শীতের আমেজ কিছুদিনের জন্য গায়েব হবে। নিম্নচাপের কাঁটা সরলেই দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে শীতের আমেজ ফিরবে।
Discussion about this post