তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার ২ তরুণীকে গ্রেফতার করে বেধড়ক মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তভার সিবিআইকে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জানিয়েছেন, পুলিশের এই আচরণ বরদাস্ত করা যায় না।মঙ্গলবার হাই কোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের পর্যবেক্ষণ, ‘‘পুলিশের এই আচরণ বরদাস্ত করা যায় না। যে ভাবে হেফাজতে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে, তাতে পুলিশের উপর আদালতের আর ভরসা নেই। তাই ওই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক।’’ বিচারপতি ভরদ্বাজের নির্দেশ, তদন্তভার অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী দলের হাতে তুলে দিতে হবে। আগামী ১৫ নভেম্বর আদালতে তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে।এর আগে এই মামলাতেই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের প্রশ্ন ছিল, একটা মামলায় কিভাবে জেলার একাধিক থানায় এফআইআর দায়ের ! এও সম্ভব? যদিও এদিন রাজ্যের আইনজীবী বলেন, এই সংক্রান্ত বিষয়ে নিম্ন আদালতে কোনও অভিযোগ জানানো হয়নি। নিয়ম মেনেই পুলিশ সব করেছে।গত সপ্তাহে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলায় দুই বিজেপি মহিলা কর্মীকে গ্রেফতার করে পুলিশ৷ কুরুচিকর মন্তব্য না, শুধুমাত্র হাততালি দেওয়ার অপরাধেই বিভিন্ন থানায় এফআইআর করা হয়েছে, এমনকি জেল হেফাজতে নির্যাতন করা হয়েছে ওই দুই মহিলাকে। আদালতে এমনটাই দাবি করেন অভিযুক্তদের আইনজীবীর। ওই দু’জনের মুক্তির আবেদন জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে।
একযোগে প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি বাতিলে ভেঙে পড়তে পারে রাজ্যের শিক্ষাব্যবস্থা। তাই সুপ্রিম রায়ে অন্তর্বর্তীকালীন পরিবর্তন চেয়ে শীর্ষ...
Read more
Discussion about this post