আর জি করে মহিলা চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য তথা দেশ। আলোড়ন পড়ে গিয়েছে। পথে নামছে সকলে। পাশাপাশি বিক্ষোভ, প্রতিবাদ, মিছিল অব্যাহত। ১৪ই আগস্ট মধ্যরাত দখলের ডাক দিয়েছিল আন্দোলনকারী মহিলারা। সেদিন শুধু মহানগরী বা আর জি কর চত্বর নয়, রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এ রাজ্যের বাইরে বড় বড় শহরের মানুষও পথে নেমেছে। রাজ্যের কোনায় কোনায় আওয়াজ উঠছে নারীদের নিরাপত্তা চাই। কিন্তু এরমধ্যেই সেই মধ্যরাত দখলের কর্মসূচির মধ্যেই ঘটে গিয়েছে অপ্রীতিকর ঘটনা। কয়েক দল দুষ্কৃতী আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে আর জি করে ঢুকে তাণ্ডব চালায়। এইবার এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের প্রত্যেকেই ২৪ ঘন্টার মধ্যে ধরতে হবে বলে সময় বেঁধে দিলেন পুলিসকে।
জানা গিয়েছে এদিনের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে সরকারি হাসপাতাল। শান্তিপূর্ণ মিছিলের মধ্যে প্রায় ৩০ থেকে ৩৫ জন হাসপাতালের ভিরতে ঢুকে সমস্ত চিকিৎসা সরঞ্জাম ভাঙতে শুরু করে। ভাঙচুর করা হয় বেড থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিস। নষ্ট করে দেওয়া হয় জরুরি ওষুধ। কলকাতা পুলিস গ্রেফতারও করেছে ৯ জনকে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি চিহ্নিত করতে সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি পোস্ট করা হয়। কিন্তু দুষ্কৃতীদের যেকোনও মূল্যে ধরতে হবেই। সময় বেঁধে দিয়ে কার্যত পুলিসকে নির্দেশ দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
Discussion about this post