মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন অখিল গিরি। বন দফতরের মহিলা আধিকারিকের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে। জানা গিয়েছে রবিবারই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির তরফে অখিল গিরিকে ইস্তফা দেওয়ার বার্তা আসে।
পদত্যাগ করলেও মানুষের পাশে আছি। লড়াই জারি থাকবে অসহায় মানুষগুলোর জন্য। দলের নির্দেশ মাথায় নিয়ে মন্ত্রীপদ ত্যাগ করার কথা জানিয়ে ছিলেন বিধায়ক অখিল গিরি। অবশেষে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন অখিল । বন আধিকারিকের সঙ্গে খারাপ ব্যবহার করায় মন্ত্রীত্ব খুইয়ে মাশুল গুণতে হল তাঁকে। শনিবার তাজপুর বিচের একটি ভিডিও সামনে আসে। যেখানে দেখা যায় সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে খোদ মন্ত্রীর বাধার মুখে পড়েন মহিলা রেঞ্জ অফিসার। একের পর এক মন্ত্রীর বাক্যবান ধেয়ে আসে ফরেস্ট অফিসার মনীষা সাউয়ের বিরুদ্ধে। মন্তব্যগুলি যেমন কুরুচিকর অন্যধারে অত্যন্ত ঔদ্ধতপূর্ণ। রাজ্যের মন্ত্রীর এমন আচরণ স্বাভাবিকভাবে দলের অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। মন্ত্রীর মন্তব্য প্রকাশ্যে আসতেই অখিলের পাশে দাঁড়ায়নি দল। নি:শর্ত ক্ষমা ও মন্ত্রীত্ব থেকে ইস্তফা। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর জানিয়ে দেওয়া সিদ্ধান্তের বিষয়টি পরিষ্কার করে দেন জয়প্রকাশ মজুমদার। তৃণমূলের একজন পুরনো কর্মী ও দায়িত্বপ্রাপ্ত নেতার এমন মন্তব্য ঘিরে দলের ভাবমূর্তি যে যথেষ্ট ক্ষুন্ন হয়েছে প্রকাশ্যে তার আশঙ্কা প্রকাশ করেন জয়প্রকাশ।
ঝাউবন কেটে তাজপুরের বিচ বরাবর যত্রতত্র গড়ে উঠছে অস্থায়ী দোকানঘর। তাতে একদিকে যেমন বিচের সৌন্দর্য নষ্ট হচ্ছে অন্যদিকে বিচ বরাবর অস্থায়ী দোকানঘর গড়ে উঠছে। মনে করা হচ্ছে, অখিলের বিরুদ্ধে এই পদক্ষেপ করে দল ও প্রশাসন, সর্ব স্তরেই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দল যে বেয়াদপি কোনভাবে বরদাস্ত করবে না একদিকে যেমন সেই বার্তা গেল অন্যদিকে সরকারি কর্মচারিরাও নির্ভয়ে কাজ করার বার্তা পেলেন।
উত্তেজনাবশত বাক্যালাপের সময় বন দফতরের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন অখিল। সেদিন ঠিক কোন দুর্নীতির কথা বলছিলেন? প্রশ্ন করতেই অখিল বললেন
‘জানোয়ার’, ‘বেয়াদব’ জাতীয় শব্দও মহিলা ফরেস্ট অফিসারের উদ্দেশে ব্যবহার করতে শোনা গিয়েছিল অখিল গিরিকে। ওই ঘটনার পর তিনি জানিয়েছিলেন, এ হেন আচরণের জন্য তিনি বিন্দুমাত্রও অনুতপ্ত নন। যাবতীয় ঘটনার দায় বন আধিকারিকের উপর চাপিয়ে দু:খপ্রকাশ করলেও ক্ষমা না চাওয়ার বিষয়ে এখনও অনড় সদ্য প্রাক্তন রাজ্যের কারামন্ত্রী
Discussion about this post