মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে কেটেছে জট। অনশন প্রত্যাহার করেছেন জুনিয়র ডাক্তাররা। যদিও তাঁদের দাবি, সরকারের কথায় নয় বরং অভয়ার বাবা-মায়ের কথায় এই সিদ্ধান্ত। পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার ডাকও দিয়েছেন তাঁরা। শনিবার আর জি করে গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ চলা বৈঠকে খুব একটা যে তাঁরা খুশি হননি সে কথা পরে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন পশ্চিমবঙ্গ জুনিয়র চিকিৎসক ফ্রন্টের প্রতিনিধি দেবাশিস হালদার। বলেন, “এই বৈঠকে প্রশাসনের শরীরী ভাষা পজিটিভ লাগেনি। কারণ ‘উই ওয়ান্ট জাস্টিস’ ব্যাজ পরে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। ওখানে আমাদের প্রিন্সিপালদের চুপ করিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী সবই জানেন। প্রশাসনের শরীরী ভাষা নিয়ে আমরা সন্তুষ্ট নই।” দেবশিস আরো বলেন, “তিলোত্তমার মা-বাবা ও সমাজের বিশিষ্টজনের কথার সম্মান রেখে আমরণ অনশন প্রত্যাহার করছি। এই গোটা বিষয় রাজি করাতে কাকু-কাকিমা রাজি করিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্য ধর্মঘটও প্রত্যাহার করলাম।” তবে আন্দোলন থামছে না বলেও জানালেন চিকিৎসকরা। দেবশিস বলেন, “আগামী শনিবার আরজি করে মহা গণ কনভেনশনের ডাক দিয়েছেন তাঁরা।”
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post