রাত পোহালেই একুশে জুলাই। আগামীকাল, রবিবার তৃণমূলের শহীদ স্মরণে একুশে জুলাইয়ের সমাবেশ। এবারের একুশে জুলাইয়ের মঞ্চে থাকছে মেগা চমক। ধর্মতলার সমাবেশে আসতে চলেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তৃণমূল সূত্রে খবর, রবিবার কলকাতা বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যাবেন ধর্মতলা চত্বরে। এছাড়াও মঞ্চে থাকবেন সমাজবাদী পার্টির সহ সভাপতি কিরণময় নন্দ। মনে করা হচ্ছে অখিলেশ যাদবের উপস্থিতিতে একুশে জুলাই এর মঞ্চ সর্বভারতীয় চেহারা নেবে। এই সমাবেশে আর কারা আসছেন সেটা খোলসা করেননি তৃণমূল কংগ্রেসের নেতারা। তবে অখিলেশের মতো অনেক নেতারাই এবার আসছেন বলে সূত্রের খবর। বিজেপি থেকে দু’জন সাংসদ যোগ দিতে পারেন বলে ইঙ্গিত আগেই দেন কুণাল ঘোষ।
সুতরাং এবারের একুশে জুলাই অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই একুশে জুলাইয়ে প্রস্তুতি প্রায় শেষ লগ্নে। প্রত্যেক জেলা থেকে নেতা-কর্মী-সমর্থকেরা আসতে শুরু করেছেন। কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ, সল্টলেক সেন্ট্রাল পার্ক, নেতাজি ইনডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ একাধিক গেস্ট হাউসগুলিতে থাকতে শুরু করেছেন নেতা–কর্মীরা। মঞ্চ থেকে শুরু করে গোটা পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। কলকাতা থেকে জেলায় সর্বত্র প্রস্তুতি শেষ লগ্নে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মঞ্চ বাঁধার কাজ চলছে। জানা যাচ্ছে তিনটি মঞ্চ তৈরি করা হচ্ছে। গাড়িটিতে বসবেন মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের মন্ত্রী, সংসদ, বিধায়করা। দ্বিতীয়টিতে পুরো প্রতিনিধিরা, এবং তৃতীয় মঞ্চটিতে বসবেন শহিদদের পরিবার। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এদিকে, শনিবার রাত ৮টা নাগাদ একুশের সমাবেশ স্থল পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Discussion about this post