শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাপানউতোর। কড়া সমালোচনায় সরব রাজ্যের শাসক শিবির। গত ২ মে রাজ্যপালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে যৌন হেনস্তার ঘটনা ঘটে বলে জানিয়েছে ওই তরুণী। অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী, গত ১৯ এপ্রিল রাজ্যপাল তাকে তার সিভি’র খুঁটিনাটি জমা দিতে বলেন। দুপুর পৌনে একটাই রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি। মহিলার দাবি, রাজ্যপালের অফিস ঘরে নানা আলোচনার পরে রাজ্যপাল তাকে কুপ্রস্তাব দেন এবং স্পর্শ করেন। হাত ছাড়িয়ে তিনি চলে আসেন বলে ওই মহিলার দাবি। এরপর ২মে তাকে ফের রাজ্যপাল ডেকে পাঠান। থানায় জমা দেওয়া চিঠিতে মহিলা জানিয়েছেন, সেই দিন আবারো তাকে কুপ্রস্তাব দেন রাজ্যপাল। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে রাজ্যপাল তাকে ভয় দেখাতে থাকেন বলে অভিযোগ ওই মহিলার। এরপরই রাজভবনে কর্মরত পুলিশদের কাছে ছুটে যান ওই মহিলা। কাঁদতে কাঁদতে শ্লীলতাহানির অভিযোগ করেন। এরপর তাঁকে হেয়ার স্ট্রিট থানায় পাঠানো হয়। ডিসি সেন্ট্রালের সামনে গোটা ঘটনা জানান বলেই পুলিশ সূত্রে খবর। এদিকে, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলায় তিনটি নির্বাচনী জনসভা রয়েছে। তার আগে বৃহস্পতিবার রাতেই কলকাতায় এসেছেন মোদি। রাজভবনে রাত্রিবাস করবেন। তার আগে এমন নজিরবিহীন অভিযোগ নিয়ে তোলপাড়। যদিও এই অভিযোগ খারিজ করে রাজ্যপাল বিবৃতিতে জানিয়েছেন, ‘সত্যের জয় হবেই সাজানো অভিযোগে আমি ভয় পাই না আমাকে অপবাদ দিয়ে কেউ ভোটের ফায়দা খুঁজলে ঈশ্বর তাদের করুণা করুন তবে বাংলার দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে কেউ আমার লড়াই থামাতে পারবে না।’ লালবাজারের এক কর্তা বলেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যায় না তবে মহিলার অভিযোগের ভিত্তিতে খোঁজ খবর করা হচ্ছে যদি অভিযোগের সত্যতা মেলে তখন উচ্চতর কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া হবে।’
অশান্ত বাংলাদেশ। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পড়শি দেশে। সেদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের ডিবি পুলিস। আর...
Read more
Discussion about this post