শুক্রবার সকালেই পুলিশের হাতে গ্রেফতার পুষ্পা ২ অভিনীত অভিনেতা আল্লু অর্জুন। সদ্য মুক্তি পাওয়া সিনেমা পুষ্পা ২-র প্রিমিয়ারে উপস্থিত এক ব্যক্তির ভিড়ের মাঝে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল। আহত হন বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। সেই ঘটনার প্রেক্ষিতে দক্ষিনী অভিনেতার বাড়িতে পৌঁছয় পুলিশ। তাঁকে নিয়ে আসা হয় হায়দ্রাবাদ চিক্কাদপল্লী থানায়।
সূত্রের খবর, গত ৪ নভেম্বর রাতে হায়দ্রাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ছিল। আকস্মিক তেলুগু অভিনেতা আল্লু সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে উন্মাদনা ও হুড়োহুড়ি শুরু হয়ে যায়। মানুষের ভিড়ে ভেঙে যায় প্রেক্ষাগৃহের মূল গেট। আর সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। পুলিশ সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলার সন্তান।
উল্লেখ্য, অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবি বক্স অফিসে ব্যাপক সফল হয়েছিল। কয়েকশো কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। সেই থেকেই ছবির সিক্যুয়েলের জন্য অপেক্ষায় ছিলেন ভক্তেরা। বৃহস্পতিবার সেই বহু প্রতীক্ষিত ছবি পুষ্পা ২ মুক্তি পেয়েছে।
এবার আসা যাক কেন গ্রেফতার করা হল অভিনেতা অর্জুনকে?
পুলিশের তরফে অভিযোগ, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি তাঁদের পক্ষে।
হায়দ্রাবাদ পুলিশের তরফে আরও জানানো হয়, সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ আল্লু অর্জুন ও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্কাদপল্লী থানায় ওই মামলা রুজু হয়। যার ফলেই এই গ্রেফতারি।
যদিও এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন অভিনেতা । তিনি জানান, ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি । বিষয়টি এখনও বিশ্বাস হচ্ছে না। যা ঘটেছে তা জানার পর অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছেন তিনি ।
পরে অনুরাগীর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ২৫ লক্ষ টাকা দিয়ে সাহায্য করার কথা ঘোষণা করেন অভিনেতা।
কিন্তু এরপরেও শেষরক্ষা হলনা শুক্রবার হায়দ্রাবাদ পুলিশ গ্রেপ্তার করেন অভিনেতাকে।
Discussion about this post