অস্তিত্বহীন হয়ে যাচ্ছে জেট এয়ারওয়েজ। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, দেশের সবচেয়ে পুরনো বেসরকারি বিমানসংস্থাকে বাঁচানোর যে শেষ চেষ্টা করা হয়েছিল, সেটাও ব্যর্থ হয়েছে। সংস্থায় বিনিয়োগে আগ্রহ দেখানো সংস্থা জালান-কালরক গোষ্ঠী জেট এয়ারওয়েজ অধিগ্রহণের শর্তপুরণে ব্যর্থ হয়েছে। ফলে সংস্থাটিকে ভেঙে দিয়ে সব সম্পত্তি নিলামের নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সাফ বক্তব্য, “এছাড়া আর রাস্তা নেই।” ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের তরফে এর আগে জেট এয়ারওয়েজকে উজ্জীবিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সম্পূর্ণ ঋণ পরিশোধ না করলেও, যাতে মালিকানা হস্তান্তর করা যায়, তার সপক্ষে সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু বৃহস্পতিবার ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের সেই সিদ্ধান্ত খারিজ করে দিল আদালত। রায় দিতে গিয়ে এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “যে প্রস্তাব গৃহীত হয়েছিল, তা প্রয়োগ করা যেহেতু আর সম্ভব নয়, তাই সম্পত্তি বিক্রিতে বিনিয়োগকারীদেরও রাখতে হবে, শেষ অবলম্বন হিসেবে।”এই বিমান সংস্থা দিনে দিনে ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েছিল। কর্মীদের বেতন, বিনিয়োগকারীদের বকেয়া সব মিলিয়ে সংকটের পরিস্থিতি। এরই মধ্যে ২০২০ সালে লন্ডনের সংস্থা কালরক ক্যাপিটাল জেট কিনতে আগ্রহ দেখায়। জালান গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে কালরক ক্যাপিটাল জেট অধিগ্রহণের প্রক্রিয়াও শুরু করে। কর্মীদের বেতন-সহ সংস্থার যাবতীয় ঋণ মিটিয়ে নতুন করে জেটের উড়ান চালুর প্রতিশ্রুতি দেয় তারা। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তের জন্য কোম্পানি ল’ ট্রাইবুনালকে রীতিমতো ভর্ৎসনা করেছে। শীর্ষ আদালতের বিচারপতি জে বি পার্দিওয়ালার পর্যবেক্ষণ, সব তথ্য খতিয়ে না দেখেই কোম্পানি ল’ ট্রাইবুনাল এই অধিগ্রহণের অনুমতি দিয়েছিল।
শুক্রবার সকালেই পুলিশের হাতে গ্রেফতার পুষ্পা ২ অভিনীত অভিনেতা আল্লু অর্জুন। সদ্য মুক্তি পাওয়া সিনেমা পুষ্পা ২-র প্রিমিয়ারে উপস্থিত এক...
Read more
Discussion about this post