তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে কেন্দ্রের মোদি সরকার কার্যত দুহাতে সাজিয়ে দিয়েছেন অন্ধ্রপ্রদেশকে। বিহারকে দরাজহস্তে দান করেছেন। সিংহ ভাগ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ বাজাটে শুধু মাত্র অন্ধ্রপ্রদেশ আর বিহারের। বাজেট নিয়ে কটাক্ষ রাহুলের। মঙ্গলবার বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন, অন্ধ্রের নতুন রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য বাড়তি ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে। পাশাপাশি, অন্ধ্রকে আগামী বছরগুলিতে এই ধরনের আরও একাধিক আর্থিক প্যাকেজ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সে রাজ্যের গ্রামোন্নয়নে ২.৬৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিহারের ক্ষেত্রে বিজেপি আরও উদারহস্ত। বিহারের সড়ক যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে মোট ২৬ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে। অর্থমন্ত্রী ঘোষণা করেন, বুদ্ধগয়ার উন্নয়নে বাড়তি বরাদ্দ করা হবে। নালন্দাকে পর্যটন কেন্দ্র হিসাবে তুলে ধরার জন্য প্যাকেজ দেবে মোদি সরকার। গয়ার বিষ্ণুপদ মন্দির করিডোর তৈরি হবে কাশী বিশ্বনাথ করিডোরের ধাঁচে। বিহারের জন্য বন্যা নিয়ন্ত্রণে বরাদ্দ করা হয়েছে ১২ হাজার কোটি টাকা।
কেন্দ্রে শরিকি নির্ভর নরেন্দ্র মোদি সরকার। বিজেপির দুই শরিক চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমারের মূল দাবিই ছিল অন্ধ্র এবং বিহারের জন্য বিশেষ প্যাকেজ। সেটা একপ্রকার বাধ্য হয়েই মেনে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই বাজেটের মূল লক্ষ্য বিজেপির শরিক দলগুলি এবং তাদের অন্তরঙ্গ বন্ধুদের সন্তুষ্ট রাখা। বাজেটকে তিনিও কুর্সি বাঁচাও বাজেট বলে ব্যাখ্যা করেন। সর্বোপরি, রাহুলের দাবি, আমরা দলের ইস্তাহারে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলাম সেসবেরই ছায়া রয়েছে বাজেটে। যদিও পশ্চিমবঙ্গের এক্ষেত্রে জায়গাই পায়নি। কারণ, গত অর্থবর্ষে একশো দিনের কাজের কোনও টাকাই পায়নি বাংলা। অন্তত তেমনই অভিযোগ বারবার করে এসেছে রাজ্য সরকার। সেই বিষয়ে এবারও মুখ খুলতে দেখা গেল না নির্মলা সীতারামানকে। অথচ করোনাকালে সাধারণ গরিব মানুষদের একমাত্র ভরসা ছিল ১০০ দিনের কাজ। সেই প্রাপ্য টাকার দাবিতে দিল্লিতে পর্যন্ত ধর্না দিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা শাসকদলের সাংসদ অভিষেক ব্যানার্জি। কিন্তু বাজেট পেশে বিহার অন্ধ্রপ্রদেশ এগিয়ে এলেও পিছিয়ে রইলো বাংলা।
Discussion about this post