বৃহস্পতিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে দল পরিচালনার ক্ষেত্রে কোর কমিটি রেখে দেওয়ার পক্ষে মত দেন। কোর কমিটিতে জেলা সভাপতি কেষ্ট মণ্ডলের কী ভূমিকা হবে, তাও স্পষ্ট করে দেন তিনি। তার পরেই কোর কমিটির বৈঠক নিয়ে জেলা তৃণমূলের এই তৎপরতাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আগামীদিনে বীরভূমের সাংগঠনিক ক্ষমতা কার হাতে থাকবে, অনুব্রত মণ্ডল না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটির? সূত্রের খবর, কোর কমিটির হয়ে ইতিমধ্যেই সওয়াল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর তুলনায় ২০২৪-এর লোকসভা নির্বাচনে অনুব্রতহীন লালমাটির জেলায় ভাল ফল করেছে তৃণমূল। তাই প্রশ্ন উঠছে, তাহলে কি বীরভূমে অনুব্রত মণ্ডলের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হয়ে যাচ্ছে? প্রসঙ্গত, সম্প্রতি অভিষেকের জন্মদিনের দিন তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে যে যেহেতু বীরভূমে লোকসভা নির্বাচনে কোর কমিটির পারফরম্যান্স ভালো, তাই তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, বীরভূমের দায়িত্ব কোর কমিটির হাতে থাকলেই ভালো । যদিও তিনি জানিয়ে দিয়েছেন এটা তাঁর ব্যক্তিগত মত। এছাড়াও সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বীরভূমে জয়ের মুখ দেখেছে তৃণমূল। সেই সময় তিহারেই ছিল অনুব্রত। ফলে প্রশ্ন উঠছে এবার কি বীরভূমে অনুব্রতকে ছাড়াই এগিয়ে যাবে দল?
সরকারি কর্মীদের সময়ানুবর্তিতা ও কর্মসংস্কৃতি মজবুত করতে কড়া মনোভাব নিচ্ছে পশ্চিমবঙ্গের অর্থ দফতর। সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, নবান্নে অর্থ দফতরের কর্মীদের...
Read more
Discussion about this post