একাধিক রাজ্যে রাজ্যপালের রদবদল। পশ্চিমবঙ্গের কি হাল? নজর ছিল সেই দিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের ছ’টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন। সেই সঙ্গে তিনটি রাজ্যের রাজ্যপাল বদলও করেছেন রাষ্ট্রপতি। ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হলেন বর্ষীয়ান বিজেপি নেতা সন্তোষকুমার গঙ্গওয়ার। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির লেফটেন্য়ান্ট গভর্নর হয়েছেন কে কৈলাসনাথ। তেলেঙ্গানার রাজ্যপালের দায়িত্বে এলেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা। সিকিমের নতুন রাজ্যপাল করা হয়েছে বর্ষীয়ান বিজেপি নেতা ওমপ্রকাশ মাথুরকে। সঙ্গে এতদিন সিকিমের রাজ্যপাল থাকা লক্ষ্মণপ্রসাদ আচার্যকে এবার অসমের রাজ্যপাল করা হল। পাশাপাশি তিনিই সামলাবেন মণিপুরের রাজ্যপালের দায়িত্বও।অসমের রাজ্যপালের দায়িত্বে থাকা গুলাবচাঁদ কাটারিয়া এবার পাঞ্জাবের রাজ্যপাল হলেন।
পাঞ্জাবের সঙ্গেই গুলাবচাঁদ কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসকের দায়িত্বও সামলাবেন। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল করা হয়েছে সিপি রাধাকৃষ্ণাণকে। ছত্তিসগড়ের রাজ্যপাল হয়েছেন রেমন ডেকা। কর্নাটকের প্রাক্তন সাংসদ সিএইচ বিজয়শংকর মেঘালয়ের রাজ্যপালের দায়িত্বে এসেছেন। মহারাষ্ট্রের বর্ষীয়ান বিজেপি নেতা হরিভাউ কিষাণরাও বাগদেকে রাজস্থানের রাজ্যপাল করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবনিযুক্ত রাজ্যপালরা যেদিন তাঁদের নতুন অফিসের দায়িত্ব গ্রহণ করবেন সেদিন থেকেই তাঁদের নিয়োগ কার্যকরী হবে।
Discussion about this post