সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন অর্জুন সিংয়ের। আগামী সোমবার শুনানির সম্ভাবনা। অর্জুনের দাবি বিনা কারণে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হেনস্থা করার জন্য নোটিশ দিয়েছে সিআইডি। তাই তাকে রক্ষাকবচ দেওয়া হোক। মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। দীর্ঘদিন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকার পাশাপাশি ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কেরও চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময় কো-অপারেটিভ ব্যাঙ্কে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। সেই ঘটনায় আগামী ১২ নভেম্বর অর্থাৎ উপনির্বাচনের আগের দিন তাঁকে ভবানী ভবনে তলব করে সিআইডি। অর্জুন সিং আগেই দাবি করেছিলেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বুধবার হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। এই প্রথম নয়, আগেও বিজেপি নেতাকে তলব করা হয়েছিল। কিন্তু উপনির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে যাননি তিনি। এবার উপনির্বাচনের প্রচার শেষে ঠিক নৈহাটির উপনির্বাচনের আগের দিন ডাক পড়ল ব্যারাকপুরের অর্জুনের। তিনি পরিষ্কার জানিয়েছিলেন, ‘আমাকে ভয় দেখানোর জন্যই ডেকে পাঠানো হয়েছে, কিন্তু অর্জুন সিং ভয় পায় না।’
বাংলায় জনসংখ্যার বিপজ্জনকভাবে রূপান্তর হচ্ছে। দশ বছরে ৪৬টি বিধানসভা এলাকায় ভোটার সংখ্যা ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। এর মধ্যে ৭টি আসনে...
Read more
Discussion about this post