আবারো বেফাঁস মন্তব্যের জের! আরজি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে সমালোচনা করায় প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ও ময়নার বিধায়ক অশোক দিন্দাকে সতর্ক করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও সরাসরি তাঁদের নাম করা হয়নি। দলীয় সূত্রে এমনই খবর। সেইসঙ্গে, নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে, একমাত্র দল যাঁদের উপর দায়িত্ব দেবে, সেই নেতানেত্রীরাই এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করবেন এবং বাকিরা তা থেকে বিরত থাকবেন। প্রসঙ্গত, ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার একটি ভিডিয়ো সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে তাঁকে বলতে শোনা যায়, যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নাকি আদতে ‘সেলফিশ মুভমেন্ট’! অর্থাৎ, স্বার্থপর আন্দোলন। অন্যদিকে, এই ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে আমজনতার বিরক্তির কারণ হয়েছেন দিলীপ ঘোষও। এই দুই বিজেপি নেতৃত্ব এই ধরনের মন্তব্য মোটেও ভালো চোখে দেখেননি আমজনতা। এবং দুটি ঘটনাই বিজেপি শীর্ষ নেতৃত্বের নজর এড়ায়নি। বৃহস্পতিবার দুপুরে বিজেপির রাজ্য কমিটির বৈঠকে অমিত ছাড়াও ছিলেন পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। সেখানে রাজ্যের সব পদাধিকারী থাকলেও ছিলেন না দিলীপ বা ডিন্ডা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সেই বৈঠকেই অমিত জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে ‘এক্তিয়ার’ ভেঙে কেউ কোনও মন্তব্য করতে পারবেন না। দলের নীতির বাইরে গিয়ে কোনও মন্তব্য করা যাবে না জানানোর পাশাপাশি অমিত বৈঠকে এও বলেন যে, দলের পক্ষে যাঁদের দায়িত্ব দেওয়া রয়েছে, সেই সব মুখপাত্রেরাই শুধু ওই বিষয়ে মুখ খুলবেন।
জেলায় জেলায় ট্যাব 'দুর্নীতি'। বাদ নেই কলকাতাও! যাঁরা জড়িত, তাঁদের গুলির করে মারার নিদান দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।...
Read more
Discussion about this post