গোটা শহরজুড়ে প্রতিবাদের সুর। অসংখ্য মানুষ আজ ঘর ছেড়ে পথে নেমেছে রাত দখলের আহ্বানে। কলকাতার আরজি কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদের এক অন্য রূপ দেখল গোটা দেশ। এমন নারকীয় হত্যার ঘটনায় ক্ষোভে ফুসছে দেশবাসী। প্রতিবাদে সামিল হয়েছে যেমন টলিউড তারকারা তেমনই পিছিয়ে নেই বলিউড সেলিব্রিটিরাও।সমাজ মাধ্যমে অভিনেতা আয়ুষ্মান খুরানা একটি কবিতার মাধ্যমে যেভাবে বার্তা দিয়েছেন, তা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। আরজি কর এ চিকিৎসক তরুণীর সঙ্গে ঘটে যাওয়া এমন নৃশংসতা উঠে এসেছে তার বার্তায়।
আয়ুষ্মান খুরানা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে তাঁকে একটি কবিতার মাধ্যমে বার্তা দিতে দেখা যায়। যা শুনলে চোখের জল আটকে রাখা অসম্ভব।
সমাজ মাধ্যমে তাঁর এমন প্রতিক্রিয়া-প্রতিবাদ সত্যিই চোখে পড়ার মতো। এই প্রতিবাদী কবিতার তিনি নাম দিয়েছেন, ‘যদি আমিও ছেলে হতাম’।
‘আমিও চিন্তাহীনভাবে ঘুমাতাম, আমিও যদি ছেলে হতাম,আমিও ছুটতাম আর সারারাত বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতাম যদি আমিও ছেলে হতাম। আমি সকলকে বলতে শুনেছি যে মেয়ে সন্তানকে শিক্ষিত করুন এবং তাকে ক্ষমতায়িত করুন,আর লেখাপড়া করে যখন ডাক্তার হতে গেল, আমার মাও তার চোখের মণি হারাত না, আমিও যদি ছেলে হতাম।
৩৬ ঘণ্টা কঠোর পরিশ্রম হয়েছিল, বয়কট হয়েছিল, ধর্ষণ হয়েছিল, পুরুষের বর্বরতার মুখোমুখি হতে হয়েছিল, যদি ওই পুরুষদেরও কিছুটা নারীদের মতো স্নিগ্ধতা থাকত, আমিও যদি ছেলে হতাম। বলা হচ্ছে সিসিটিভি ছিল না, থাকলেও কী হত? একজন পুরুষ নিরাপত্তারক্ষীর দৃষ্টি কতটা শুদ্ধ হবে যে তার উপর নজর রাখত? আমিও যদি ছেলে হত, তাহলে হয়তো আমিও আজ বেঁচে থাকতাম।
গত শুক্রবার কলকাতার আরজি মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করা হয় আর জি কর মেডিকেল কলেজের সেমিনার হলে। এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করে পুলিশ। বলিউড তারকাদের মধ্যে শুধু আয়ুষ্মান খুরানা নয়, আলিয়া ভাট, পরিণীতি চোপড়া, মালাইকা অরোরা-সহ অনেক সেলিব্রিটি ওই পড়ুয়া চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় নিজেরদের প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজ মাধ্যমে ।
Discussion about this post