পূজোর রেশ কাটতে না কাটতেই আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। যার ফলে আগামীকাল দূর্গা পূজোর কার্নিভালে কিছুটা বাঁধা সৃষ্টি করতে পারে এই বৃষ্টি। উপকূলের জেলা-সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত শুষ্ক আবহাওয়া রাজ্যে । ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে।
আজ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা ৷ বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া।
কলকাতায় আবহাওয়ার কিছুটা বদল শুরু। শুষ্ক আবহাওয়ার প্রভাব দেখা যাবে। আজ মূলত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প রয়েছে, তাই কিছুটা অস্বস্তি বহাল থাকবে দিনে ও রাতে। বৃষ্টির সম্ভাবনা কম আগামী ২৪ ঘণ্টায়। মঙ্গলবার থেকে দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশ।
Discussion about this post