শীতের শিরশিরানি ফিরছে রাজ্য। সোমবার থেকে আরও কিছুটা পারদ পতন বাংলায়। আজ বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশ। তবে সপ্তাহের শেষ দুই দিনে কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। চলতি বছরের শেষ কয়েকটা দিন হালকা শীতের আমেজ আবার ফিরবে বঙ্গে। নতুন বছরের প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা বঙ্গে।
দক্ষিণবঙ্গে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। শনিবার আংশিক মেঘলা আকাশ হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। আজ ও আগামীকাল রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে স্বাভাবিকের তুলনায়। আগামী সপ্তাহের শুরু থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে। পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যেতে পারে বছরের শুরুতেই ।
উত্তরবঙ্গেও শনি ও রবিবার দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে । শনিবার শিলাবৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলাতে। শনিবার হালকা বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার এই তিন জেলার সঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রার পরিবর্তন হবে। বর্তমানে বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি রয়েছে তাপমাত্রা। শনিবার রবিবার রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাতের তাপমাত্রা। তবে মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কমবে। কোল্ড-ডে পরিস্থিতি তৈরি হতে পারে দু-এক জেলায়। সোমবার থেকে আবার পারদ পতনের সম্ভাবনা।
কলকাতায় আজ মূলত পরিস্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশও থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। সোমবার থেকে পারদ পতন। স্বাভাবিকের থেকে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি বেশি হলেও কিছুটা শীতের আমেজ ফিরেছে । কাল দিনের তাপমাত্রা ২৬.৬ থেকে সামান্য বেড়ে ২৬.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৩২ থেকে ৯৫ শতাংশ।
Discussion about this post