বছরের শুরু থেকেই উত্তাল সন্দেশখালি। গোটা ঘটনা জুড়ে একবারও বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে দেখা যায়নি তৎকালীন সাংসদ নুসরাত জাহানকে। মঙ্গলবার সেই বসিরহাটে ভোটপ্রচার সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মা-বোনেদের অসম্মান করলে কোন কেষ্ট-বিষ্ঠু, রাম-রহিম পার পাবে না। তবে কেষ্ট নাম করে কোন দিকে ইঙ্গিত টেনেছেন মুখ্যমন্ত্রী সেই বিষয়টা অস্পষ্ট।
এর পরেই সেই মঞ্চ থেকে বিজেপির ‘ষড়যন্ত্র’ ফাঁস করেন মমতা। মমতার দাবি, বিজেপির ‘প্ল্যান এ’ ছিল সন্দেশখালি। বাংলার মানুষ তা বাতিল করে দিয়েছে। এবার তাঁরা ‘প্ল্যান বি’ কার্যকর করতে চাইছে। কী এই বিজেপির ‘প্ল্যান বি’? মমতার দাবি, “ভোটের আগে বিজেপির প্ল্যান এ ছিল সন্দেশখালি। বাতিল হয়ে গিয়েছে। মা বোনেরাই বাতিল করে দিয়েছে। এখন প্ল্যান বি জারি রয়েছে। ধর্মস্থানে অশান্তি তৈরির চেষ্টা করা।” এরপরই তিনি বেশ কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী যেখানে বিজেপি অশান্তি তৈরির চেষ্টা করছে বলে তার অভিযোগ। এরপরই মমতার আর্জি, বিজেপির ফাঁদে পা দিয়ে কেউ অশান্তি করবেন না।
বিজেপিকে তুলোধোনা মমতার তোপ, “ভোটের আগে চক্রান্ত করার জন্য কাউকে ২ হাজার টাকা, কাউকে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। তাঁকে দিয়ে লিখিয়ে নিচ্ছে, চক্রান্ত করাচ্ছে। এই তো পার্টি অফিস থেকে কোটি-কোটি টাকা উদ্ধার হচ্ছে। আর যে সেটা ধরল, তাকেই নির্বাচন কমিশন সাসপেন্ড করে দিল। কীভাবে চলছে আমাদের দেশটা!”
Discussion about this post