আজ মহাসপ্তমীর দিন পিছু ছাড়ছেনা বৃষ্টি। আংশিক মেঘলা আকাশ দেখা যাবে শহরে। বিক্ষিপ্ত বৃষ্টিও চলবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় (হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া) হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এমনিতে সব দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
উত্তরবঙ্গেরও পাঁচটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলির কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি তিনটি জেলারও (উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ওই তিনটি জেলায় কোনওরকম সতর্কতা জারি করা হয়নি।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে বৃহস্পতিবার? সপ্তমীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে মূলত মেঘলা থাকবে কলকাতার আকাশ। দুপুর-বিকেলের দিকে কলকাতার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
Discussion about this post