শিয়ালদহ আদালতে আরজি কর মামলার পঞ্চম দিন হলেও এই মামলায় ধৃত সঞ্জয় এই নিয়ে তৃতীয় দিন হাজিরায় উপস্থিত থাকছে। আজ একেবারে আটোসাটো নিরাপত্তায় মুড়ে সঞ্জয়কে আদালতে নিয়ে আসা হল।
এর আগের দু’দিনই আদালতে আসা যাওয়ার পথে প্রিজন ভ্যান থেকেই সংবাদমাধ্যমের কাছে নিজের ক্ষোভ অভিযোগ উগরে দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিল আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনার অভিযুক্ত সঞ্জয় রায়। এমনকী, সোমবার কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলের বিরুদ্ধে মুখ খুলতেও পিছপা হয়নি সে।
ইতিমধ্যেই এই বিস্ফোরক অভিযোগ নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে।
যার ফলে আজ সোমবার সঞ্জয় এর আদালতে উপস্থিতির তৃতীয় দিন কড়া নিরাপত্তায় নতুন স্ট্র্যাটেজি নিল লালবাজার। সঞ্জয়কে কোর্টে নিয়ে আসলো পুলিশ আধিকারিকরা।
তবে এবার তার গাড়ি বদলানো হলো । বড় প্রিজন ভ্যানের বদলে ছোট গাড়িতে সঞ্জয়কে আনা হয়েছে আদালতে । আদালত-চত্বরে ঢোকার পরে যখন সঞ্জয়কে গাড়ি থেকে নামিয়ে আদালতে ঢোকানো হচ্ছিল তখনই নতুন স্ট্রাটেজি অবলম্বন করল কলকাতা পুলিস।
আদালত চত্বরে সঞ্জয়ের গাড়ি ঢোকার পরেই পুলিসকর্মীরা জোরে জোরে গাড়ির হর্ন বাজান এবং একই সঙ্গে জোরে জোরে গাড়ি চাপড়ানোও হয়। এর আগেও কুণাল ঘোষের সময়ে এই রকম পন্থা অবলম্বন করতে দেখা গিয়েছিলো পুলিসকে। এই প্রক্রিয়ার ফলে, অভিযুক্ত যদি কিছু বলে তা বেশি দূর পৌঁছতে পারে না, গাড়ির বাইরে বাইরে কোনও কথা শোনাও যায় না। তাতে অন্তত বিতর্ক আটকানো যাবে ।
Discussion about this post