আর জি করে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের বিচার চেয়ে আয়োজিত গণ-কনভেনশনের জন্য অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি দিয়েও বাতিল কর দিলেন কল্যাণী জেএনএম কর্তৃপক্ষ। কেন? এ ব্যাপারে কল্যাণী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তবে কল্যাণী মেডিক্যালের রেসিডেন্ট ডক্টর্স সংগঠনের দাবি, দানাকে কেন্দ্র করে তৈরি হওয়া দুর্যোগের জন্যই কনভেনশন বাতিলের কথা জানানো হয়েছে। বলা হয়েছে, এমন পরিস্থিতিতে কনভেনশন হলে নাকি অডিটোরিয়ামে বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবিষয়ে কলেজের জুনিয়র ডাক্তার অর্জুন দাশগুপ্ত বলেন, “ঘূর্ণিঝড় দানা চলে গেছে, অথচ সেই কারণ দেখিয়ে কনভেনশন বাতিল করা হল। এটা হাস্যকর ছাড়া আর কী বা বলা যেতে পারে!” ঘটনাচক্রে আজ, শনিবারই আর জি কর মেডিক্যাল কলেজে গণ-কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। কিন্তু নিহত স্নাতকোত্তর স্তরের ওই ছাত্রী যেহেতু কল্যাণী জেএনএম থেকে এমবিবিএস পাশ করেছিলেন, তাই এখানেও পৃথক কনভেশনের ডাক দেওয়া হয়। প্রথমে শুধু আইএমএ এই আয়োজনে থাকলেও পরে আরডিএ তাতে যুক্ত হয়ে অডিটোরিয়াম চেয়ে আবেদন জানায়। প্রথমে তাতে অনুমতি দিলেও বৃহস্পতিবার অধ্যক্ষ তা বাতিল করে দেন।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post