আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের নাম প্রকাশের জের। কলকাতা পুলিশ কমিশনার থাকাকালীন নির্যাতিতার নাম প্রকাশে অভিযুক্ত বিনীত গোয়েল। তাঁর বিরুদ্ধে এফআইআর রুজুর জনস্বার্থ মামলার আবেদনের শুনানি হবে সোমবার। আইপিএস ও রাজ্যের এজিকে নোটিস দেওয়ার পরামর্শ জনস্বার্থ মামলাকারীকে। এই মামলার শুনানি নিয়ে কোনওরকম বাধা নেই এমনটাই জানিয়েছেন মামলাকারীর আইনজীবী। আগামী সোমবার হাইকোর্টে মামলার শুনানি প্রকাশিত হবে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এদিন মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন করেন বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমালানি । তিনি জানান, হাইকোর্টে এই মামলার শুনানি করতে কোনও বাধা নেই বলে মত দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তার পরেই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম রাজ্যের কৌঁসুলিকে নোটিশ দেওয়ার নির্দেশ দেন। আইনজীবী অনামিকা পাণ্ডে কলকাতা হাই কোর্টে বিনীতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কলকাতা পুলিশের প্রাক্তন সিপির বিরুদ্ধে এফআইআর করার আবেদন জানান। তবে কলকাতা হাইকোর্ট সেই সময় সাফ জানিয়ে দেয়, এই মামলা শীর্ষ আদালতে বিচারাধীন। সে কারণে সেই সময় এই মামলাতে হস্তক্ষেপ করেনি কলকাতা হাই কোর্ট। এর পর গত সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হয়।
দু’দিনের ভারত সফরে এসেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের...
Read more
Discussion about this post