বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে অভিযুক্ত দুই জঙ্গিকে গ্রেফতারে সাফল্যের পালক জেলা পুলিশের মুকুটে। ‘কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পুরস্কার ২০২৪’ পেল ৬ জন পুলিশ কর্মী। ৬ পুলিশ কর্তা-কর্মীর হাতে তুলে দেওয়া হল ‘কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পুরস্কার ২০২৪’। ২০২৪ সালের ১১ এপ্রিল মধ্যরাতে দিঘায় এনআইএ-র সঙ্গে যৌথ অভিযানে ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর উজ্জ্বল কুমার নস্কর, সাব ইন্সপেক্টর সৌরভ মিত্র, সাব ইন্সপেক্টর দেবনাথ রাজ, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শান্তনু নন্দন রাউত, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কিংশুক পাইন ও কনস্টেবল অনিমেশ গিরি। জানা গিয়েছে, দক্ষতার সঙ্গে কুখ্যাত দুষ্কৃতীদের মোকাবিলায় কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের পদক পেতে চলেছেন রাজ্যের এই ৬ পুলিশ অফিসার। পুলিশ সূত্রে খবর, পুরস্কার প্রাপকদের এই তালিকায় রয়েছেন সাব-ইন্সপেক্টর উজ্জ্বল কুমার নস্কর। যিনি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ওসি পদে রয়েছেন। তরুণ পুলিশ অফিসার সৌরভ মিত্র। যিনি জেলা সাইবার সেলে বিগত কয়েক বছর ধরেই একাধিক তদন্ত প্রক্রিয়ায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। একইভাবে ওসি এন্টি ক্রাইম সেলের সব ইন্সপেক্টর দেবনাথ রাজ সহকারী সাব-ইন্সপেক্টর শান্তনু নন্দন রাউত এবং কিংশুক পাইন পুরস্কৃত হতে চলেছেন। এদের পাশাপাশি রাজ্য পুলিশের কনস্টেবল অনিমেষ গিরিও ‘কেন্দ্রীয় গৃহ মন্ত্রী দক্ষতা পুরস্কারে’ পুরস্কৃত হতে চলেছেন বলে খবর। এ বিষয়ে জেলা পুলিশ সুপার সৌমদ্বীপ ভট্টাচার্য বলেন, “কেন্দ্র সরকারের এই স্বীকৃতিতে আমরা গর্বিত। সূত্র মারফত খবর পাওয়ার পর পুরো অপারেশন করা হয়েছে। আর পুরো অপারেশনের সামনে ছিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই দক্ষ অফিসার ও কর্মীরা।”
শীতের আমেজ বহাল থাকলেও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেল। হাওয়া অফিস আগেই জানিয়েছিল সপ্তাহান্তে আবার উষ্ণতা বাড়বে, তেমন ভাবেই আজ সকাল...
Read more
Discussion about this post