সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে রবিবার সকাল সকাল সিবিআই হানা। আর জি করে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের তদন্তে, সন্দীপের বেলেঘাটার বাড়িতে এদিন চলেছে জিজ্ঞাসাবাদ। ৭৫ মিনিট বাইরে অপেক্ষার পর সন্দীপের বাড়িতে ঢুকতে পেরেছিল। রবিবার সকালে নিজ়াম প্যালেস থেকে সিবিআইয়ের বেশ কয়েকটি দল বার হয়। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআইয়ের একটি দল পৌঁছতেই শোরগোল পড়ে যায়। সকাল ৬টা ৫০ মিনিট নাগাদ সিবিআই আধিকারিকেরা সন্দীপের বাড়িতে পৌঁছলেও ভিতরে ঢুকতে পারেননি। প্রায় ১৩ ঘণ্টা পরে সন্দীপের বাড়ি থেকে বেরোয় সিবিআই। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে এক তদন্তকারী অফিসার বলেন, বহুত কুছ এভিডেন্স হ্যায়।সন্দীপ ঘোষ যে কম্পিউটার ব্যবহার করতেন সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। হিসাবরক্ষা বিভাগ থেকে প্রচুর নথি মিলেছে বলে খবর। এদিকে চন্দন লৌহ নামে এক ব্যক্তিকে অবৈধভাবে স্টল পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই চন্দন লৌহ আবার স্থানীয় তৃণমূল নেতা বলেও পরিচিত। এদিকে, রবিবার আরজি করের ফরেন্সিক শিক্ষক দেবাশিস সোমকে নিজাম প্যালেসে নিয়ে গেল সিবিআই। তাঁকে আরজি করের আর্থিক অনিয়মের তদন্তে জেরা করা হয়। রবিবার সকালে ওই মামলার সূত্রেই কেষ্টপুরে দেবাশিসের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সকাল থেকে বিকাল পর্যন্ত তল্লাশি চালানোর পরে বিকেল ৪টে নাগাদ দেবাশিসকে নিয়ে তাঁর বাড়ি থেকে বার হয় সিবিআই। হাসপাতালে আসা বেওয়ারিশ দেহ পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধেও। আরজি করের ফরেন্সিক বিভাগের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত দেবাশিস। ওই বিভাগের ডেমনস্ট্রেটর পদে রয়েছেন তিনি। এছাড়াও আরজি কর মেডিকেল কলেজের কাউন্সিলেরও সদস্য তিনি। রয়েছেন কলেজের ন্যাশনাল মেডিকেল কমিশনের কমিটিতেও। যদিও আরজি কর হাসপাতালের সঙ্গে যুক্ত অনেকের দাবি, দেবাশিস সন্দীপের অত্যন্ত ‘ঘনিষ্ঠ’।সূত্রের খবর, হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। একই দিনে হাঁটুজল ভর্তি রাস্তা পেরিয়ে সাঁকরাইলে সুমন হাজরার বাড়িতে ঢোকে সিবিআই। সিবিআই সূত্রে খবর, সুমন হাজরা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সন্দীপ ঘোষ। হাসপাতালে একাধিক জিনিসপত্র রিসাইকেল করে বিক্রি করার অভিযোগ সুমনের বিরুদ্ধে। সন্দীপ ঘোষ কোথাও কোনও অনুষ্ঠান করলে তার হোটেল বুকিং থেকে শুরু করে সব দেখভাল করতেন এই সুমন হাজরা।
জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন দীঘায় উপস্থিত থাকার ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা...
Read more
Discussion about this post