জাঁকিয়ে শীতের প্রথম স্পেল শুরু রাজ্যে। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, আজ চলতি মরসুমে শীতলতম দিন হিসাবে চিহ্নিত হবে। তাপমাত্রার নিম্নগামী রূপ ধরা পড়বে। ইতিমধ্যেই কলকাতায় রাতের তাপমাত্রা ১৩ এর ঘরে। পশ্চিমাঞ্চলের জেলা গুলির তাপমাত্রা ১০ এর নিচে নেমে এসেছে। এই স্পেল স্থায়ী হবে আগামী ৫ থেকে ৬ দিন। শনি রবিবার আরও পারদ পতনের ইঙ্গিত।
কনকনে শীতে কাঁপতে শুরু করেছে গোটা রাজ্য। উত্তর পশ্চিম ভারতে শৈত্য প্রবাহ। সেই কনকনে শীতল হাওয়া ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে বইছে বঙ্গে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কোথাও ৪ কথাও ৫ ডিগ্রি পর্যন্ত কমেছে। সপ্তাহান্তে আরও পারদ পতনের পূর্বাভাস। হালকা থেকে মাঝারি কুয়াশা বেশিরভাগ জেলাতে সকালের দিকে। ঘন কুয়াশার সতর্কবার্তা তিন জেলায়। খুব ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা। সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলা থেকে। দৃশ্যমানতা কমবে । নদিয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি জেলাতেও দু এক জায়গায় মাঝারি কুয়াশা। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। চার জেলাতে ঘন কুয়াশা। বাকি চার জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দু এক জায়গায়। অতি ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গের চার জেলাতে। দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কুয়াশার সতর্কবার্তা।
কলকাতায় মরশুমের শীতলতম দিনে রাতের তাপমাত্রা কমবে। তবে কিছুটা দিনের তাপমাত্রা বৃদ্ধি সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকে শনিবার আবার তাপমাত্রার নামার পূর্বাভাস।
কলকাতার রাতের তাপমাত্রা ১৬.২ থেকে নেমে ১৩.৮ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় আড়াই ডিগ্রি কম। গতকাল দিনের তাপমাত্রা ২৫.৪ থেকে নেমে ২৩.২ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৬ শতাংশ।
Discussion about this post