উদ্ধব ঠাকরে, একনাথ শিণ্ডের পর এবার অমিত শাহ। ফের রাজনৈতিক নেতার চপারে চলল তল্লাশি। শুক্রবার মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই নির্বাচন কমিশনের তরফে তাঁর চপারে তল্লাশি চালানো হয়েছে বলে জানান শাহ। তল্লাশির ভিডিও নিজের এক্স হ্যান্ডেলেও প্রকাশ করেন তিনি। তিনি লেখেন, “আজ মহারাষ্ট্রের হিঙ্গোলি বিধানসভা নির্বাচনের প্রচারের সময় আমার হেলিকপ্টারে তল্লাশি চালান নির্বাচন কমিশনের আধিকারিকরা। বিজেপি স্বচ্ছ ও সুষ্ঠ নির্বাচনে বিশ্বাস করে এবং নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম মেনে চলে।” বিরোধীরা বার বার অভিযোগ করেছে, বিধানসভা ভোটের আবহে মহারাষ্ট্রে বার বার তাদের চপারে তল্লাশি চালাচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগের মাঝেই হিঙ্গোলিতে নিজের চপারে কমিশনের আধিকারিকদের তল্লাশির একটি ভিডিয়ো এক প্রকার প্রদর্শনই করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত পাঁচদিনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, কংগ্রেসের মহারাষ্ট্র প্রদেশ সভাপতি নানা পাটোলে, শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকারে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে, দেবেন্দ্র ফড়নবিশের ব্যাগে তল্লাশি চালায় নির্বাচন কমিশন। বিতর্কের মূল সূত্রপাত উদ্ধবের ব্যাগ তল্লাশি ঘিরে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হন বিরোধীরা। বলা হয়, উদ্ধবকে হেনস্তা করতেই এভাবে তল্লাশি চালানো হয়েছে। যদিও তার পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ব্যাগেও তল্লাশি চালান নির্বাচন কমিশনের আধিকারিকরা। এবার সেই তালিকায় যোগ হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামও।
জেলায় জেলায় ট্যাব 'দুর্নীতি'। বাদ নেই কলকাতাও! যাঁরা জড়িত, তাঁদের গুলির করে মারার নিদান দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।...
Read more
Discussion about this post