আলোর উৎসব দীপাবলির দিন মুক্তি পেতে চলেছে ‘ভুলভুলাইয়া ৩’। এই ছবির শুটিং এ কলকাতাতেও আসতে দেখা গিয়েছিলো ছবির অভিনেতা অভিনেত্রীদের। মাস কয়েক আগে হাওড়া ব্রিজ থেকে ভিক্টোরিয়া চত্বরেও দেখা গিয়েছিল কার্তিককে। এ বার ছবির প্রচারে গত সোমবার শহরে দেখা গেল কার্তিক আরিয়ান ও বিদ্যা বালনকে ।
প্রসঙ্গত, চলতি মাসেই ‘ভুলভুলাইয়া ৩’-এর টিমের পক্ষ থেকে দীপাবলির উপহার পাঠানো হয় অভিনেতা কাঞ্চন মল্লিককে। কারণ এই ছবিতে একটি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কাঞ্চন। সমাজ মাধ্যমে একটি বার্তায় পুরো ‘ভুলভুলাইয়া ৩’ টিমকে ধন্যবাদ জানিয়ে অভিনেতা লিখেছেন, ৩৩ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে থেকে অভিনয়ের পরেও অন্য ভাষায় কাজ করতে গেলে এখনও প্রথম দিনের মতোই ভয় হয়।তার পরেও তিনি গোটা টিমের কাছে কৃতজ্ঞ, যথাযথ সম্মান দিয়ে তাঁর সঙ্গে কাজ করেছে গোটা দল।
ছবি মুক্তির দিন একেবারেই দোরগোড়ায় , শেষ মুহূর্তের প্রচার সারছেন তারকারা । এই ছবিতে কার্তিক, বিদ্যা ছাড়াও অভিনয় করেছেন এক ঝাঁক বাঙালি অভিনেতা। আর তাঁদের মধ্যেই অন্যতম নাম কাঞ্চন মল্লিক, শেষমুহূর্তের ছবির প্রচারে শহরে এসে সহ-অভিনেতা কাঞ্চনের প্রশংসায় পঞ্চমুখ কার্তিক আরিয়ান।
এ বার শহরে এসে কাঞ্চন প্রসঙ্গে কার্তিক বলেন, ‘‘কাঞ্চন মল্লিকের সঙ্গে কাজ করে খুবই আপ্লুত, দারুণ অভিজ্ঞতা হয়েছে আমার । অত্যন্ত গুণী মানুষ তিনি এবং অভিনয় দক্ষতা খুবই শক্তিশালী । যে কোনও দৃশ্যে তার অভিনয় দক্ষতা তুলে ধরতে পারেন কাঞ্চন। কলকাতায় বেশ কয়েক বার যাতায়াত হল। শহরে এসে কার্তিক জানান, সহ অভিনেত্রী বিদ্যা বাংলা ভাষাও জানেন । শহরে আসার আগে বিদ্যার থেকে বাংলা ভাষাটাও অল্পবিস্তর দখল করেছিলেন কার্তিক।
Discussion about this post