১৬ দিন পার। আর জি করকাণ্ডে এখনও অধরা বহু প্রশ্নের উত্তর। এবার এ নিয়ে সরব হলেন অধীর রঞ্জন চৌধুরী। তদন্ত প্রক্রিয়াকে বিপথে চালিত করা হচ্ছে না তো? প্রশ্ন কংগ্রেস নেতার।
‘পুলিশ দফতর আপনার, স্বাস্থ্য দফতার আপনার, আপনি ব্যর্থ হয়েছেন’ মুখ্যমন্ত্রীকে তোপ অধীরের। পাশাপাশি তিনি বলেন, ‘এটা নিছকই খুন-ধর্ষণের ঘটনা নয়। তৃণমূলের বহু নেতা আর জি করের বড় বড় পদে রয়েছেন। আরও গভীরে গিয়ে বিষয়টি খতিয়ে দেখতে হবে’। তবে কি, আর জি করকাণ্ডে তৃণমূল যোগ দেখছেন অধীর, বাড়ছে জল্পনা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রবিবার কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে আরজি করের ঘটনায় আরো মন্তব্য, ‘ধনঞ্জয় আর সঞ্জয় সব এক করে দেখানোর চেষ্টা হচ্ছে, রাজ্যের মন্ত্রী এখন থেকেই গোটা বিষয়টাকে লঘু করার চেষ্টা শুরু করে দিয়েছে। যদি ধনঞ্জয় হয়, আর আপনাদের সন্দেহ থাকে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী, যিনি বলেছিলেন আসল অপরাধীকে আমরা ধরে ফেলেছি। তাঁকে জিজ্ঞেস করুন।’
উল্লেখ্য, আর জি করের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ঠিক কী ঘটেছিল মৃতা চিকিৎসকের সঙ্গে, শুধু কি সঞ্জয় না আরও কেউ রয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে, সেমিনার হলেই কি খুন করা হয়েছে পড়ুয়া ডাক্তারকে, এই প্রশ্নগুলিরই উত্তর খুঁজছে সিবিআই।
ধর্ষণ ও খুনের ঘটনার আট মাস পর আবারও খবরের শিরোনামে আরজিকর কান্ড! অভয়ার দেহ উদ্ধারের কিছু মাস পর একটি হোয়াটসঅ্যাপ...
Read more
Discussion about this post