২৪ লোকসভায়, ২০১৯-এর তুলনায় বেশ কিছুটা জমি পোক্ত করেছে কংগ্রেস। সামনে হরিয়ানা, মহারাষ্ট্রের মতো রাজ্যে বিধানসভা ভোট।তার আগে দলীয় কর্মীদের টিপস দিলেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের পক্ষে হাওয়া ধরে রাখতে হবে। বুধবার পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে কংগ্রেস সাংসদদের সঙ্গে এক বৈঠকে সোনিয়া গান্ধী এ কথা বলেন। সোনিয়া আরও বলেন, আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে কংগ্রেস কে কোমর বেঁধে নামতে হবে। আত্মসন্তুষ্টির কোন জায়গা নেই। ‘মাহৌল’ কংগ্রেসের পক্ষে আছে ঠিক কথা। কিন্তু নিচুতলা পর্যন্ত মরীয়া সংগ্রাম চালাতে হবে। সোনিয়া গান্ধী এদিন কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত ,যে আরএসএস কর্মীরা সরকারি পদে থাকতে পারবে, তার তীব্র সমালোচনা করেন। সোনিয়ার সংযোজন, আরএসএস মুখে বলে যে তারা কেবলমাত্র সাংস্কৃতিক সংগঠন।
কিন্তু দুনিয়া শুদ্ধ লোক জানে বিজেপির মতাদর্শকত ভিত্তি হচ্ছে আরএসএস। বর্তমান কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সোনিয়া গান্ধীর আরো বক্তব্য, এই সরকারের কৃষক এবং বেকার যুবকদের নিয়ে কোন ভাবনা চিন্তা নেই। দলকে পরামর্শ দিয়ে সোনিয়া বলছেন, যে ‘মোমেন্টাম’ রয়েছে, তা ধরে রাখা দরকার। তিনি বলছেন, হাওয়ায় গা ভাসিয়ে অতি আত্মবিশ্বাস ঠিক নয়। এছাড়াও লোকসভা ভোটের ফলাফল থেকে শিক্ষা নিয়ে ভালো দিকগুলি চালিয়ে যেতে হবে
Discussion about this post