তিনটি আইসিসি ও ৫ টি আইপিএল ট্রফি জয়ী কিংবদন্তি অধিনায়ক এমএস ধোনি! তিনি আদৌ আসন্ন আইপিএল অংশগ্রহণ করবেন কিনা তা নিয়ে রীতিমতো সন্দেহ ছিল অনুগামীদের মনে। কারণ একে তো তাঁর বয়স। দ্বিতীয় মাহির অবসরের ভাবনা। তবে জল্পনার অবসান…. সকলকে স্বস্তির বার্তা দিয়ে চেন্নাই সুপার কিংস ধোনি কে ধরে রেখেছে যার অর্থ আসন্ন আইপিএলেও দেখা যাবে মাহি ম্যাজিক। সিএসকে ঋতুরাজ গায়কোয়াড় ১৮ কোটি টাকা, পাথিরানা ১৩ কোটি রবীন্দ্র জাদেজা ১৮ কোটি সঙ্গেই ধোনি কে ধরে রেখেছে । যেখানে বাকিরা পাচ্ছেন দুই অঙ্কের সেখানে ধোনি পাচ্ছেন মাত্র চার কোটি টাকা। ধোনি ১,বা ২ কোটি নয় ৮ কোটি টাকা ছেড়ে দিয়েছিল। তিনি পেতেন ১২ কোটি টাকা। পাবেন ৪ কোটি টাকা। একজন ক্যাপড ভারতীয় খেলোয়াড়ও আনক্যাপড হয়ে গিয়েছে এই আইপিএলে !যদি কোন ক্রিকেটার নিলাম মরসুমের পাঁচ বছর আগে কোন আন্তর্জাতিক ক্রিকেট অর্থাৎ টেস্ট ম্যাচ ,ওডিআই, টি-টোয়েন্টি না খেলে থাকেন বা বিসিআই এর সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে না থাকে, তাহলে তিনি হয়ে যাবেন ‘আনক্যাপড’। এই নিয়ম শুধু ভারতীয় খেলোয়াড়দের জন্য প্রযোজ্য ।২০২০র আগস্ট এর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নিয়েছিলেন তিনি। আগামী বছর তার অবসরের পাঁচ বছর পূর্ণ হবে ।কিন্তু আইপিএলের মেগানিলাম হয়ে যাবে তার আগেই। ধোনি আনকাপ হয়ে গেলেন। ৪ কোটি টাকায় তাকে ধরে রাখল সিএসকে। দিল্লি ক্যাপিটালস ছেড়ে ঋষভ পন্থ নাকি আসছেন চেন্নাই সুপার কিংস আর এই বিস্ফোরক খবর দিয়েছেন সিএসকের ঘরের ছেলে সুরেশ রায়না। একটি সাক্ষাৎকারের রায়না বলেছেন, আমি দিল্লিতে ধোনি ও পন্থের সঙ্গে দেখা করেছি। দ্রুত একজনকে হলুদ জার্সিতে দেখা যাবে। অতীতে ধোনি পন্থ ভারতীয় দলে খেলেছে । এবার দেখার আইপিএলে ড্রেসিং রুম তাঁরা ভাগ করে নেয় কিনা!
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post