বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন। ধেয়ে আসছে তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘ডানা’য় পরিণত হবে। এবং বৃহস্পতিবার রাত থেকে এটি আছড়ে পড়বে ওড়িশার পুরী ও সাগরদ্বীপের মাঝে। ঘূর্ণিঝড় ‘ডানা’র ব্যাপক প্রভাব দেখা যাবে বিভিন্ন এলাকায়। যার জেরে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গেও। আজ বুধবার থেকেই উপকূলবর্তী একাধিক জেলায় ঝড়বৃষ্টির ও দুর্যোগের পূর্বাভাস রয়েছে।
আজ, বুধবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারি বৃষ্টির পূর্বাভাস। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এবং চার জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আজ বিকালের পর থেকে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ বাকি কয়েকটি জেলা কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ২৪ তারিখ, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতায় অতি ভারি বৃষ্টির সম্ভাবনা।
২৫ তারিখ, শুক্রবার বাঁকুড়া, হাওড়া, হুগলিতে অতি ভারি বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাতে বৃহস্পতিবার সন্ধ্যার পর হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার থাকবে। এছাড়াও কলকাতা, ঝাড়গ্ৰাম, হুগলিতেও বইবে ঝোড়ো হাওয়া।
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং সমতলের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারি বৃষ্টির কোনও সতর্কতা জারি হয়নি উত্তরবঙ্গে।
Discussion about this post