আরও শক্তি বাড়াল ঘূর্ণিঝড় ‘ডানা’। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতায় আকাশের মুখভার। শুরু হয়েছে বৃষ্টিও। রাজ্যের সমুদ্র উপকূলবর্তী জেলার বিস্তীর্ণ অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। ঝোড়ো হাওয়াও বইছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে । তবে এখনও পর্যন্ত সমুদ্র মোটের উপরে শান্ত রয়েছে। শক্তি সঞ্চয় করে প্রবল গতিতে ধেয়ে আসছে ‘ডানা’। আর কয়েক ঘণটার মধ্যেই দাপট দেখাতে শুরু করবে ঘূর্ণিঝড়।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘ডানা’। বুধবার মধ্যরাতেই সে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করেছে। সেই সঙ্গে জানা যাচ্ছে ল্যান্ডফলের অবস্থানেও পরিবর্তন হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মধ্যরাত এবং আগামিকাল ভোরের মধ্যে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে দিয়ে অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামরার মধ্যে আছড়ে পড়তে পারে ‘ডানা’। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি।
বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ চলার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। দু’দিনই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায়। দিনভর ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও।
হাওয়া অফিস আরও জানিয়েছে, বর্তমানে সাগরদ্বীপ থেকে মাত্র ৩৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘ডানা’। ওড়িশার পারাদ্বীপ থেকে এটি ২৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে। ধামারা থেকে ৩১০ কিলোমিটার দূরে রয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়।
Discussion about this post