ভোটের মাঝে ওবিসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য। ২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করল কলকাতা হাইকোর্ট। যার জেরে বাতিল হতে বসেছে প্রায় ৫ লাখ ওবিসি শংসাপত্র। হাইকোর্টের এই রায় প্রকাশ্যে আসতেই তীব্র আপত্তি জানালেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচনী সভা থেকে এ নিয়ে হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ওবিসি-দের সংরক্ষণ মন্ত্রীসভায় পাস হয়েছে। সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে ওবিসি সংরক্ষণ করা হয়েছে। এই রায় আমি মানি না। ওবিসি সংরক্ষণ চলবে’। খড়দহের সভা থেকে তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট দাবি, ‘উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন। বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি সংরক্ষণ করেছিলাম। ২০১২ সাল থেকে চলছে।’ মমতা বলেন, ‘কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেরাচ্ছেন না… সংখ্যালঘুরা তফসিলিদের সংরক্ষণ কেড়ে নেবে। এটা কোনওদিন হতে পারে? তাহলে সংবিধান ভেঙে দিতে হয়।’ তৃণমূল সুপ্রিমোর আরও সংযোজন, ‘সংখ্যালঘুরা কখনও তফসিলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না। এটা দিতে পারে না, দেবেও না।’
দু’দিনের ভারত সফরে এসেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের...
Read more
Discussion about this post