ওয়েনাডে ভূমিধসের পর এখনো নিখোঁজ ৩০০ জনের বেশী মানুষ। কাদার নীচ থেকে জীবন্ত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। স্বজনহারা মানুষ গুলো আশাবাদী, কাদার নীচে তাঁর পরিজন এখনও বেঁচে আছে। চলেছে উদ্ধার কাজ।
কেরলের ওয়েনাডে ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে দিন প্রতি দিন। সরকারি তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৩৪০ ছাড়িয়ে গিয়েছে। এখনো নিখোঁজ ৩০০ জনের বেশী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। কাদামাটি সরিয়ে চলছে প্রাণের সন্ধানের খোঁজ। দুর্গতদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সূত্রের খবর, শুক্রবার কাদার নীচ থেকে জীবন্ত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খোঁজে ব্যবহার করা হচ্ছে ড্রোন। স্নিফার ডগ নামিয়ে চলছে তল্লাশি। একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরফ ও সেনাবাহিনী। একটি বাড়ি থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় একই পরিবারের চার জনকে।
প্রসঙ্গত, গত সোমবার মধ্যে রাতে ভারী বৃষ্টির জেরে ধস নামে ওয়েনাডে। চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা, নুলপুঝার মতো একাধিক গ্রাম চলে যায় কাদা মাটির নীচে। ভূমিধসে সহায়-সম্বলহীন হয়ে পড়া পরিবারগুলির এখন মাথা গোঁজার স্থান সরকারি ত্রাণশিবির। ওয়েনাডে ভূমিধসে ঘটনাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করেছে কেন্দ্র সরকার।
নিতান্ত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া। আর তার জেরেই ভারতীয় রেলের ক্ষতি হয়ে গেল প্রায় ৩ কোটি টাকা। ভাবছেন তো এটা কিভাবে...
Read more
Discussion about this post