বাংলাদেশে গণঅভুথানের পর নতুন তদারকি সরকার ক্ষমতায় আসার পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিগত সরকার অনেক নেতা কর্মীরাই এখন পুলিসের জালে। তেমনই আওয়ামী লিগ সাংসদ জান্নাত আরা হেনরি এবার র্যাবের হেফাজতে।
সিরাজগঞ্জ-২ আসনের প্রাক্তন সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তাঁর স্বামী লাবু তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব-৯। সংসদ ও তাঁর স্বামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় বহু অভিযোগ রয়েছে।
জানা যায়,এক যুগের ব্যবধানে স্কুল শিক্ষিকা থেকে বগুড়া অঞ্চলের শ্রেষ্ঠ করদাতাও হয়ে গিয়েছিলেন সোনালী ব্যাংকের হলমার্ক কেলেংকারিতে অভিযুক্ত হেনরী তালকুদার। তার ও পরিবারের সদস্যদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি নিয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেয়া হলেও প্রভাব খাটিয়ে তিনি সেটি বন্ধ করে রেখেছেন দীর্ঘদিন।
র্যাব-৯ এর পুলিশ সূত্রে খবর, সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তাঁর স্বামী মৌলভীবাজারের আত্মগোপনে আছেন এমন খবরে অভিযান চালায় র্যাব-৯ এর একটি বিশেষ প্রতিনিধি দল। এরপরই মৌলবাজার থানা সদর এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিস সূত্রে খবর, গত বেশ কিছুদিন তাঁরা সিরাজগঞ্জ থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তাঁরা ছিলেন মৌলভীবাজারে।এরপরই সেখান র্যাব-৯ এর সেই দল সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে গ্রেফতার করা হয়েছে।
গত এক যুগে বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরির সম্পদের পরিমানও বেড়েছে ২১০৮.৮৪ গুণ।
Discussion about this post