ঘূর্ণিঝড় ‘ডানা’ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
উত্তর ওড়িশা থেকে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিকে এগোবে। শনিবার গভীর নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ হয়ে ক্রমশ সাধারণ নিম্নচাপে পরিণত হবে।
তবে তার প্রভাবে শনিবারও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকটি জেলায়। বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলবে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এ দিন সকাল থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে।
আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। পার্বত্য এলাকার দু’এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কম।
শনিবারও শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। দু’এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। রবিবার থেকে শহরে বৃষ্টিপাত এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও অপেক্ষাকৃত কমবে। শুষ্ক থাকবে আবহাওয়া।
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস কম এবং শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮৮ শতাংশ।
Discussion about this post