দূর্গা পুজোর চমক যেমন কলকাতায় লক্ষ্য করা যায় তেমনই জগদ্ধাত্রী পুজো বলতেই মাথায় আসে কৃষ্ণনগর ও চন্দননগরের নাম।
এবার জগদ্ধাত্রী পুজোর মুখেই ভাড়া বাড়লো চন্দননগরের রানিঘাটে। অভিযোগ একলাফে ৬ টাকা বাড়িয়ে ফেরি ভাড়া ৯ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা করা হয়। পুজোর মুখে এই সিদ্ধান্ত নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তপ্ত প্রতিক্রিয়া বাড়তে থাকায় শেষমেশ ভাড়া ২ টাকা কমিয়ে ৪ টাকা করা হয়েছে বলে জানা যাচ্ছে।
চন্দননগরে গঙ্গা পেরিয়ে জগদ্ধাত্রী দর্শনে বহু দূর দূরান্ত থেকে আসেন দর্শণার্থী । রেলপথ, সড়ক পথের মত জলপথও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রচুর দর্শনার্থীর কাছে। হঠাৎ ভাড়া বাড়িয়ে দেওয়ায় জল্পনা তৈরি হচ্ছে সাধারণ মানুষের মনে।
এই ঘটনার পর সমাজমাধ্যমেও নতুন বর্ধিত ভাড়ার টিকিটের ছবি পোস্ট করে প্রতিবাদ করেন অনেক মানুষ। সারা বছরের নির্ধারিত ভাড়া ৯ টাকা এক ধাক্কায় বাড়িয়ে ১৫ টাকা কেন করা হলো? প্রশ্ন তোলা হচ্ছে।
এই প্রসঙ্গে মেয়র রাম চক্রবর্তী জানাচ্ছেন , ‘জগদ্ধাত্রী পুজোর সময় যাত্রীদের ভিড়ের কারণে আলাদা করে লোক নিয়োগ করতে হয়। সেই কারণে ফেরি পরিষেবার ভাড়া বৃদ্ধি করা হয়। এ বার একটু বেশি ভাড়া নির্ধারণ করা হয়ে গিয়েছিল। তবে পরে আমরা ১৫ টাকা যেটা করা হয়েছিল, সেটাকে ১৩ টাকা করেছি।
নেটাগরিকরা জানাচ্ছে ‘ ঘাট পারাপার পরিষেবায় বিশেষ কী আছে?’ধেয়ে আসছে কটূক্তি ও ব্যঙ্গত্মক প্রতিক্রিয়া। কেউ লিখছেন , ‘হঠাৎ এই পরিষেবায় কি এসি লঞ্চ থাকছে নাকি!’
তবে প্রশাসন জানাচ্ছে এত যাত্রীকে সামলাতে অনেক মানুষের প্রয়োজন এই পরিষেবায়, তার জন্য অতিরিক্ত ব্যয় হয়। তাই ভাড়া বাড়ানো হয়।
Discussion about this post