শিক্ষক দুর্নীতি নিয়ে একাধিক মামলা চলছে হাইকোর্টে। সুপ্রিম কোর্টে ঝুলে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল। এসবের মাঝেই এবার প্রাথমিক শিক্ষকদের বদলি সংক্রান্ত মামলায় বড় রায় দিল হাইকোর্ট। প্রাথমিকে শিক্ষকদের বদলির ক্ষেত্রে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার যুক্তি আর কার্যকর হবে না। অফলাইনে বদলির আবেদন গ্রহণ করার নির্দেশ হাইকোর্টের। মামলাকারী এক শিক্ষিকা। তাঁর থ্যালাসেমিয়া রয়েছে। তাঁর মেয়ের শ্বাসকষ্ট। তিনিই বদলির আবেদন করেছিলেন। সোমবার তামান্না বেগম নামে সেই শিক্ষিকার বদলির আবেদনের মামলায় বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ, এখন থেকে প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনে বিবেচনা করতে হবে বোর্ডকে। ফলে, ২৯ সেপ্টেম্বর ২০২২ থেকে পোর্টাল বন্ধ থাকায় বদলি আটকে থাকার যে কারণ তা সমাধান হলো বলে মনে করছেন আইনজীবীরা।
আদালতের বক্তব্য, এখন থেকে অফলাইনে যত আবেদন আসবে সব ওই একইভাবে বিবেচনা করতে হবে বোর্ডকে। প্রায় তিন বছর উত্তর দিনাজপুরের প্রাথমিক স্কুলে কর্মরত তামান্না বেগম। থ্যালাসেমিয়া আক্রান্ত ওই শিক্ষিকার বছর পাঁচেকের মেয়ে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে। এই কারণ দেখিয়ে তিনি বীরভূমে নিজের বাড়ির কাছে বদলি চান বোর্ডের কাছে। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় বোর্ড। এরপরই তিনি মামলা করেন হাইকোর্টে।
একজন পাকিস্তান মুখো বাংলাদেশী ফ্রান্সে বসে যা খুশি তাই বলে যাচ্ছেন, আর বাংলাদেশের কিছু মানুষ মহান হুজুরের বানী মনে করে,...
Read more
Discussion about this post