ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের কাজের অগ্রগতি কতদূর? সরেজমিনে তা খতিয়ে দেখে গেলেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার স্ত্রী পি উদয় কুমার রেড্ডি। শনিবার বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ দেখতে এসেছিলেন তিনি। এই কাজ শেষ হতে আর কতদিন লাগতে পারে সে ব্যাপারেও মেট্রোরেলের কর্তাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রকল্প সম্পর্কিত যাবতীয় স্কেচও এদিন খতিয়ে দেখেছেন মেট্রোরেলের এই শীর্ষকর্তা। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ইস্ট-ওয়েস্ট মেট্রোর দায়িত্বপ্রাপ্ত সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের কর্তাদের সঙ্গে কথা বলেছেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অংশের মধ্যে কীভাবে কাজ চলছে, সে বিষয়ে তাঁকে বিস্তারিতভাবে জানানো হয়েছে। ওই প্রকল্পের ছবি খতিয়ে দেখেন। আর যেভাবে কাজ হচ্ছে, তাতে সন্তোষপ্রকাশ করেছেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার। জানা গিয়েছে, বউবাজারের রুটে কংক্রিট সুড়ঙ্গের মধ্যে তৈরি হচ্ছে আরেকটি সুড়ঙ্গ, লোহার। একটি টানেলে ১০৮ মিটার জায়গায়, অপর টানেলে ৯২ মিটার জায়গায় বসানো হচ্ছে বিশেষ স্টিলের রিং। মেট্রোর প্রকল্পের ইঞ্জিনিয়ারদের কথায়, এই রিং লাগানোয়, বাকি কাজ শেষ করতে অনেক সুবিধা হবে। কী সেই সুবিধা? ভূ-গর্ভের ভিতরে খোঁড়াখুঁড়ির সময় জল বেরনো আটকাবে এই লোহার রিং। এমনকী, ভিতরের টানেল বা সুড়ঙ্গের দু’পাশ আরও মজবুত করতেও সাহায্য করবে।
সাতসকালেই ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হায়দরাবাদে বেলাইন হয়ে গেল পণ্যবাহী ট্রেনের একাধিক কামরা। ঘটনাটি ঘটেছে হায়দারাবাদের পেদ্দাপালি এবং রামাগুন্ডমের...
Read more
Discussion about this post