রাজ্যে শীত পড়তে আর বেশিদিন বাকি নেই। বেলা বাড়লেই বাড়ছে তাপমাত্রা। রাত হলে আবার পারদ নিচের দিকে। কার্যত এই ধরনের আবহাওয়া রূপ রোজ দেখছেন এবং অনুভব করছেন রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শীতের আমেজ এসে গিয়েছে বাংলায়।
কবে থেকে বাংলায় শীত পড়বে এবার তা জানিয়েছে হাওয়া অফিস। আকাশ পরিষ্কারই থাকবে। আপাতত দক্ষিণ পশ্চিম বায়ু আর প্রবেশ করছে না রাজ্যে। ধীরে ধীরে উত্তুরে হাওয়া ঢোকা শুরু হয়ে গিয়েছে।নভেম্বরের মাঝামাঝি সময়ে এরকমই আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে। সকালের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েকদিনে ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পারদ পতনের সম্ভাবনা।
তবে উত্তরবঙ্গে এখনও বেশ কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ পার্বত্য জেলা দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা। বুধবার উত্তরবঙ্গের আরও তিন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। আগামী দু-তিন দিন নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে এবং বৃষ্টির সম্ভাবনাও নেই। নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে।
Discussion about this post