জামিন পেয়ে জেলায় ফেরার পর অনুব্রতর রাজনৈতিক সভা ছিল মুরারইয়ে। আর সেই সভাতেই বিপত্তি। দলের কর্মীদের নিজেদের মধ্যে বাঁধল হাতাহাতি। অবশেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুরারই দু’নম্বর ব্লকের পাইকর হাই মাদ্রাসার মাঠে বিজয়া সম্মিলনী চলাকালীন তৃণমূলের দু’পক্ষের হাতাহাতিতে উত্তেজনা ছড়ায়। এদিকে, আবার মুরারইয়ের সভামঞ্চে অনুব্রতর চেয়ারও উল্টে যায়। যদিও তাঁর অনুগামীরা তার আগেই তাঁকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছিলেন। তবে এই হাতাহাতির পিছনে গোষ্ঠীকোন্দল রয়েছে কিনা, সেটাও ভাবাচ্ছে নেতৃত্বকে।
বৃহস্পতিবার মুরারইয়ে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। সেখানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতারা। বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী, কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষকে সভাস্থলে দেখা গেলেও এদিনের সভায় দেখা যায়নি কোর কমিটির তিন গুরুত্বপূর্ণ সদস্য কাজল সেখ, অভিজিৎ সিংহ আর আশিস ব্যানার্জিকে। অনুব্রত মণ্ডলের সভা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলের বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “বাঘ এখন বিড়াল হয়ে গিয়েছে। আর জি করের বিচার চেয়ে চিকিৎসক ও সাধারণ মানুষজন রাস্তায় নেমেছেন। জেলাতেও তার আঁচ পড়েছে। সভায় সে ভাবে মানুষজনকে দেখা যাবে না।” একই সুরে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সঞ্জীব বর্মন বলেন, “তৃণমূল থেকে মানুষজন মুখ ফেরাতে শুরু করেছেন। তা বুঝেই ডিম ভাতের আয়োজন করা হয়েছে। জেলা সভাপতি নিজের গরু পাচার মামলায় জামিনে মুক্ত। তিনি কী বার্তা দেবেন ?”
Discussion about this post