জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ঘিরে একের পর এক হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে। ইতিমধ্যে চিকিৎসকদের সংগঠন আইএমএ হুমায়ুনের হুমকির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠিও পাঠিয়েছেন। এই আবহে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে ‘উল্টো করে ঝুলিয়ে সোজা করা’র হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে এসে শুভেন্দুর মন্তব্য, “এই সমস্ত লোককে কি করে উল্টোদিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকারে এলে করে দেখাব”।আরজি করে মহিলা চিকিৎসকে ধর্ষণ এবং খুনের ঘটনার রাজ্য সরকারের সমালোচনা করেছেন শুভেন্দু। তিনি বলেন, “মহারাষ্ট্রের বদলাপুরে একেবারে ‘রামনাম সত্যা হ্যায়’ করে দিয়েছি ধর্ষককে। অসমে জল খেতে খেতে রামনাম করে দিয়েছি। আর এখানে ধর্ষকদের ‘প্রোটেকশন’ দেন মমতা বন্দ্যোপাধ্যায়েরা। আরজি কর মামলায় পুলিশ, ডাক্তার, ধর্ষক একসঙ্গে জেলে! এটা লজ্জার। এই রাজ্যে আরজি কর, সাগর দত্ত মেডিক্যাল কলেজের ঘটনা ঘটছে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই। উনি যত দিন ক্ষমতায় আছেন, তত দিন রাজ্যের এই পরিস্থিতির বদল হবে না।” প্রসঙ্গত, আরজি করকাণ্ডের ৫১ দিন পার। চিকিৎসক পড়ুয়ার বিচারের দাবিতে দিকে দিকে প্রতিবাদের গর্জন। তার মাঝেই রামনগর কলেজে ছাত্রীকে নির্যাতনের অভিযোগে শোরগোল পড়ে গেছে। এবার এই ঘটনা নিয়েও সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি এদিন রামনগরের সভা থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যদি রামনগর কলেজের নির্যাতিতা চান তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। কারণ পুলিশের তদন্তের উপরে ভরসা নেই। সেক্ষেত্রে সমস্ত রকমের আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিজেপি নেতৃত্ব।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post