রাজ্যের বিভিন্ন জেলাতে আজও হালকা বৃষ্টির পূর্বাভাস। আপাতত শীতের আমেজে ফিকে হয়ে গেছে।বাড়ল রাতের তাপমাত্রা। তবে বাড়তে পারল না দিনের তাপমাত্রা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। ও সারাদিন মেঘলা আকাশ।কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা।
উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা বেশি।
ঘূর্ণিঝড় ফেনজল শক্তি হারিয়ে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। উত্তর তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল থেকে ক্রমশ ঘূর্ণাবর্তটি পশ্চিমের দিকে এগোচ্ছে। আর কিছু সময় পরই সিস্টেমটি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে।
আজ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা ৬ জেলায়। আজও হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা জেলাতে।
বাড়বে রাতের তাপমাত্রা । আগামী কয়েক দিনে দু-এক ডিগ্রি তাপমাত্রার হেরফের হতে পারে। বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে অনেকটাই নেমে গেছে। সপ্তাহের শেষে আবার পারদ পতনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। চলতি মাসে ৬ তারিখ থেকে পশ্চিমের জেলায় ফিরবে শীতের আমেজ। ৯ তারিখের পর কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের পারদ কোনো কোনো জেলায় ১৫ এর ঘিরে নামতে পারে।
সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূম জেলাতে।
উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ। হালকা কুয়াশা দেখা যাবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই উত্তরে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা।
কলকাতায় সম্পূর্ণ মেঘলা আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। শহরতলি জুড়েও বাড়ল রাতের তাপমাত্রা। আবার মেঘলা আকাশের কারণে নামল দিনের তাপমাত্রা। তবে খুব শীঘ্রই ফিরছে শীত। সপ্তাহের শেষে শীতের আমেজ ফেরার ইঙ্গিত।
কলকাতার গতকাল রাতের তাপমাত্রা ১৯.১ থেকে বেড়ে ২০ ডিগ্রি। গতকাল দিনের তাপমাত্রা ২২ থেকে বেড়ে ২৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৯ থেকে ৯০ শতাংশ।
Discussion about this post