সপ্তাহের শুরু থেকেই বাংলায় বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, সেই মতোই বুধবার সকাল থেকেই দু এক পশলা বৃষ্টিতে ভিজতে শুরু করেছে শহরতলি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে একটানা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। অন্যদিকে উত্তরে আজ বৃষ্টির পরিমান ও ব্যাপকতা অনেকটাই কমবে।
রাজ্যে ফের সক্রিয় মৌসুমি অক্ষরেখা। আগামী ৪ থেকে ৫ দিন রাজ্যের অধিকাংশ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে বঙ্গে। সক্রিয় মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে দিঘার উপর আছে। অনুকূল পরিস্থিতির জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর তার প্রভাবেই রাজ্য জুড়ে চলবে বৃষ্টি।
আজ রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে। এছাড়া আজ দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিই চলবে।
আগামীকাল বৃহষ্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি বঙ্গ জুড়ে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার পর্যন্ত। সমুদ্রে উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে ৪০ থেকে ৫০ কখনো ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। উত্তাল থাকবে উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর।
দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি চলতি মাসের শেষে এসেও স্পষ্ট। দক্ষিণবঙ্গে সার্বিক ঘাটতি প্রায় ৫০ শতাংশ।
আজ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেও বৃষ্টির ব্যাপকতা কমবে।দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উইকেন্ডে শনিবার থেকে উত্তরবঙ্গে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ।
কলকাতা জুড়ে মূলত আজ মেঘলা আকাশ। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দু-এক জায়গায় বজ্রপাতের আশঙ্কাও। সেইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্থিতিশীলই থাকবে।
পরিসংখ্যান অনুযায়ী,
গতকাল রাতের তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বনিম্ন ৭৬ শতাংশ এবং সর্বোচ্চ ৯৬ শতাংশ।
Discussion about this post