স্বাধীনতার পর মাত্র একবার পারথে গিয়ে টেস্ট জিতেছিল ভারত। সেই ঐতিহাসিক নজির আরো একবার ছুঁয়ে ফেলল ভারতীয় দল ।অস্ট্রেলিয়ার গতি গড় বাউন্সে ভরা পার্থে উঠল ভারতের বিজয় পতাকা। প্যাট কামিন্সদের দর্পচূর্ণ করে সিরিজে১-০এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা নিয়ে ধোঁয়াশা। নানা সমস্যায় জর্জরিত ছিল ভারতীয় দল। তারপর চোট পেয়ে ছিটকে গেল সুভমান ।ব্যক্তিগত কাজে প্রথম টেস্ট খেলতে পারলে না রোহিত। এরকম অবস্থায় কামিন্সদের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় দল। টসে জিতে ব্যাট করতে নেমে প্রথমে ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পর ভারত যে পার্থ টেস্ট জিততে পারবে এটা কেউই ভাবেনি। কিন্তু অধিনায়ক বুমরা আশা ছাড়েন নি। প্রথমে ইনিংসে অজি পেসারদের পাল্টা আগুনে বোলিং শুরু করে, মাত্র ১০৪ রানে গুঁড়িয়ে দিয়ে পাল্টা লড়াই শুরু করে ভারত। বোলারদের দুর্দান্ত লড়াইয়ের পর বাটারদের তাণ্ডব দেখলো পার্থের অপ্টাস স্টেডিয়াম। যশোস্বী জয়সওয়ালের ১৬১, বিরাট কোহলি র ৩০ তম সেঞ্চুরি, ফর্মে ফেরা কে এল রাহুলের৭৭ রান সব মিলে ৪৮৭ পর্যন্ত পৌঁছে যায় ভারত। তৃতীয় দিন রান তারা করতে নেমে মাত্র ১২ রানে ৩ উইকেট হারায় অজিরা । চতুর্থ দিনে শুরু থেকেই দুর্দান্ত বোলিং শুরু করে ভারতীয়রা ট্রাভিস হেড ও মিচেল মার্শরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও তা ছিল ক্ষণিকের। ৮৯ রান করা হেডকে প্যাভিলিয়ারে ফেরার বুমরা। জীবনের প্রথম টেস্ট উইকেট হিসেবে মিচেল মার্শর তুলে নেয় নীতীশ রেড্ডি। ২৯৫ রানের বিরাট ব্যবধানে প্রথম টেস্ট জিতে গেল টিম ইন্ডিয়া। অ্যাডিলেড টেস্টেরএর আগে প্রথম টেস্ট জিতে ভারত সুবিধা জনক পরিস্থিতিতে পৌঁছে গেল।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post