আবারও বড়সড় ভাঙন নওশাদ সিদ্দিকির দল আইএসএফ-এ। একুশে রাজ্যের একটি মাত্র আসনে জয়ী হয়েছিল আইএসএফ। কিন্তু, সেই ভাঙড়েই এবার বড়সড় ভাঙন নওশাদ সিদ্দিকির দলের। পঞ্চায়েত সমিতির সদস্যা আসমা বিবি যোগ দিলেন ঘাস ফুল শিবিরে। সোমবার শওকত মোল্লার হাত ধরে শাসক দল তৃণমূলের পতাকা হাতে তুলে নেন আসমা। সোমবার বিজয়গঞ্জ বাজার এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে যোগদান শিবিরের আয়োজন করা হয়। আসমা বিবি পাশাপাশি পানাপুকুর ১৬৩ নং-এর আইএসএফ বুথ সদস্য আজারউদ্দিন মোল্লাও যোগদান তৃণমূলে। সঙ্গে চালতাবেড়িয়া ও ভোগালির ১ নম্বর অঞ্চল থেকে কয়েকশো আইএফএফ কর্মী যোগদান করেন ঘাস ফুলে। ভাঙড়ে দাপুটে আইএসএফ নেত্রী হিসেবে পরিচিত ছিলেন আসমা। অতীতে তৃণমূলের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে সোচ্চারও হয়েছিলেন তিনি। পঞ্চায়েত ভোটের সময় ভোট কাউন্টিংয়ের দিন কাঁঠালিয়া হাইস্কুলে আইএসএফের হয়ে লড়াই করেছিলেন এই আসমা। এবার সেই আসমাই যোগ দিলেন তৃণমূলে। তা নিয়েই এখন জোর চর্চা এলাকার রাজনৈতিক মহলে।এদিন আসমা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে গা ভাসানোর জন্যই তিনি এদিন যোগদান করেছেন তৃণমূলে। এই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। নওশাদের দলের প্রাক্তনীদের দাবি, ‘বিজেপিকে ঠেকাতে পারে একমাত্র তৃণমূল। সেই কারণেই তাঁরা যোগদান করছেন।’
একজন পাকিস্তান মুখো বাংলাদেশী ফ্রান্সে বসে যা খুশি তাই বলে যাচ্ছেন, আর বাংলাদেশের কিছু মানুষ মহান হুজুরের বানী মনে করে,...
Read more
Discussion about this post